নতুন করে বর্ণনা করার দরকার নেই যে নতুন যেই গ্রেডিং পদ্ধতি তার আসলে কুফলের কুনই অভাব নাই বরং চশমা দিয়ে খুজেও দুই একটি ভাল এবং যৌক্তিক কারন খুজে পেতে কষ্ট হচ্ছে । সুতরাং সেদিকে আলোকপাত করার কোন কারন দেখছি না বরং আমি এর পিছনে যে কারন দেখতে পাচ্ছি তা নিয়ে আলোচনা করতে চাচ্ছি ।
দুই ভাগে আমি আজকের এই সিদ্ধান্তটি দেখছিঃ এক আর্থিক কারন এবং দুই রাজনৈতিক কারন ।
অর্থনৈতিক যেই কারন আমি দেখতে পাই তার মাঝেঃ
প্রথমত , ভর্তির জন্য এখন আর কোন পরীক্ষা নেয়ে হবে না সুতরাং যেই মেধার ভিত্তিতে তারা বলছেন, ভর্তি করবেন ছাত্র-ছাত্রী তাতে, অবশ্যই দুর্নীতির সুজুগ থেকে যাবে এবং রাঘব বয়ালরা অবশ্যই কিছু উপরি কামাবেন ।
দ্বিতীয়ত, এবারের আন্দোলনের মুখে কষ্ট হলেও চালিয়ে নিবেন ভর্তি প্রক্রিয়া এবং আগামিবার যখন এই আইন বাতিল করবেন ছাত্র ছাত্রী এবং কোচিং সেন্টারের চাপের মুখে তখন অবশ্যই ওইসব কোচিং সেন্তার থেকে বেশ মোটা অংকের টাকা উশুল করবেন।
তৃতীয়ত , বেসরকারি মেডিকেল গুলির চাপ যেমন , এখন কিন্তু একসাথে যেই পরীক্ষা পদ্ধতি সরকার চালু করেছিল তাতে শিক্ষার্থীকে টাকা থাকলেই ভর্তি হওয়ার সুজুগ ছিল না । তাতে করে গতবার যথেস্থ পরিমানে তাকাও তারা গ্রহন করতে পারত না এবং যেমন খুশি ভর্তিও করাতে পারেনি । তাই এদের স্বার্থর কথা মাথায় রেখেও সরকার এরুপ সিদ্ধান্তে আসতে পারে ।
রাজনৈতিক কারন হিসেবে আমি যা দেখতে পাই তার মাঝেঃ
প্রথমত, এই সব কোচিংগুলি মুলত ছিল জামাত শিবিরের বড় আয়ের উৎস , বিভিন্ন সময় এদের এই এই সম্পরকের কথা এসেছেও মিডিয়াতে । সুতরাং এটি একরকম ধাক্কা বলতে গেলে জামাত শিবিরের জন্য ।
তাই এর পিছনে রাজনৈতিক কারন একেবারে সুস্পস্থ ।
দ্বিতীয়ত , আগামি নির্বাচনের জন্য যেভাবে অর্থ জগার করা হচ্ছে তাতে করে স্পস্থ যে দুর্নীতির অর্থ সামনের দিনের রাজনৈতিক উদ্দেশে ব্যাবহার হবে ।
পরিশেষে যেই কথা বলতে চাচ্ছি সেটা হল আপনি জামাত শিবিরের বিরুদ্ধে কাজ করেন আমাদের কোন সমস্যা নেই ,আপনি দুর্নীতি করেন তাতেও আমাদের কোন সমস্যা নেই, আপনি আগামি নিরবাচনের জন্য অর্থ সংগ্রহ করেন বা আপনার লাভের জন্য আরও কুটিল পথ বেছে নিন আমাদের কোন সমস্যা নেই । কিন্তু জাতির এই মেধাগুলুকে তার লক্ষে পৌছুতে দিন । এমন এটা কোনভাবেই ন্যায় সঙ্গত নয় যে “এ প্লাস আর ৪.৫ পাওয়া এ গ্রেড” এর ভিতর আপনি যাচাই না করে সেরা মেডিকেল এর ডাক্তার বানাবেন শুধুই নিজেদের কিছু হীন স্বার্থ উদ্ধারের জন্য ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।