দেখুন তো ব্লগে এই লাইনগুলো আপনাদের চোখে পড়েছে কি না -
বিএনপি দলটির কোন জনসমর্থন নেই ।
আগামী নির্বাচনে বিএনপির ভরাডুবি ঘটবে ।
আগামী নির্বাচনের পর বিএনপির কোন অস্তিত্ব থাকবে না ।
বিএনপি ইতিমধ্যে জামাতে বিলীন হয়ে গেছে ।
আওয়ামীলীগের চেতনা .........তারেক জিয়ার খাম্বা .........একসময় কেবল শোনা যায়.................. হাম্বা হাম্বা হাম্বা ।
এই সব কথাই চলছে ব্লগে অনেক দিন থেকে ।
কিন্তু দেশটা তো আর ব্লগ না । ব্লগে দশটা নিক থাকলে দশ দিক থেকে আক্রমন করা যায় , ট্যাগ দিয়ে মুখ বন্ধ করে দেয়া যায় । কিন্তু দেশের মানুষের মুখ বন্ধ করা যায় না , হাত বন্ধ করা যায় না ।
আওয়ামী হাম্বা লীগের চেতনা আর খাম্বা নিয়ে ক্রমাগত বিরামহীন হাম্বা হাম্বায় জনগণ বিরক্ত হয়ে প্রথমে খাম্বার মাথা চেঁছে চিকন করেছে -
এবং সুযোগ পাওয়া মাত্র হাম্বা লীগকে ওই খাম্বার মাথায় বসিয়ে দিয়েছে ।
নিচের ম্যাপটা খেয়াল করুন -
কালো গোল মার্ক করা শহরগুলোতে গত ১৫ই জুন নির্বাচনে হাম্বাদের ভরাডুবি হয়েছে । নীল মার্ক করা শহরগুলিতে ভরাডুবি হয়েছে আরও আগে । এই ভরাডুবি কোন এক বিশেষ এলাকায় না হচ্ছে সারা দেশব্যাপী ।
বহুদিন ধরে জনগণ তাদের চিকন করা খাম্বার মাথায় বসাচ্ছে কিন্তু হাম্বাগুলার বোধোদয় হচ্ছে না ।
একটা সিটি করপরেশন এলাকায় কারা থাকে ? থাকে ওই শহরের শিক্ষিত লোকজন, আশে পাশের জেলা বা এলাকার সচেতন শিক্ষিত ও চাকুরীজীবী মধ্যবিত্ত শ্রেণী এবং হাম্বা লীগের নয়নের মনি সুশীল সমাজ ও নতুন প্রজন্ম ।
এই নয়নের মণিরা যে আগামী নির্বাচনে হাম্বাদের চোখের পানি আর নাকের সর্দি এক করে দেবে এই ব্যাপারে কোন সন্দেহ নাই ।
এইবার একটা ব্যক্তিগত আনন্দ সংবাদ সবার সাথে শেয়ার করছি । আল্লাহপাক রাব্বুল আলামিন গত ২৭/০৫/২০১৩ তারিখে আমাকে একটি কন্যা সন্তান উপহার দিয়েছেন । আমার প্রথম সন্তান । আপনারা সবাই আপনাদের এই মামাতো বোনের জন্য দোয়া করবেন ।
বড় হয়ে সে যেন একজন ধার্মিক সৎ মানুষ হয় । আমিন ।
জন্মের কয়েক ঘণ্টা পর আমার কোলে আমার মেয়ে ।
জন্মের পরদিন ।
সকাল সকাল তাকে ঘুম ভাঙ্গানোর চেষ্টা - সে বেশ বিরক্তভাবে আড়মোড়া ভাংছে ।
আপনারা সবাই তার জন্য দোয়া করবেন । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।