আমাদের কথা খুঁজে নিন

   

মন কেন অচেনা? ...Written by Tania Hasan Khan

মাঝে মাঝে মন তুমি, কেন অচেনা ? কান্নায় হাসো তুমি, কেন কাঁদনা । মন তুমি কেঁদে যাও, তুমি বুঝনা, হাসো জানি হাসো মন, চেঁপে কান্না। উড়িয়ে ইচ্ছে ঘুড়ি আজ তুমি হাসো, জানি তুমি, নীলাকাশ বড় ভালোবাসো । আকাশের সব নীলে তুমি যেন মেশা , নীলে নীলে ভেঁসে যেতে এত ভালোবাসা ? বল বল মন তুমি, কেন অচেনা ? ইচ্ছেরা উরে যায় , তুমি দেখনা । স্বপ্নেরা খেলা করে তুমি জানোনা , যাও ছুটে যাও মন, বাঁধা মেনোনা । বাঁধা যদি মানো মন, ভুলো ছলনা । তানিয়া হাসান খান ৫.১২.১১ ইং on Monday, December 5, 2011 at 12:54pm

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।