আমাদের কথা খুঁজে নিন

   

ইতিহাসের পাতায় ঠাই করে নেয়া ১০ টি রক্তক্ষয়ী ট্যাংক যুদ্ধ

আমার লেহা সবাই কপি মারবা ,দেহি কার কত সাহস । আধুনিক সমর জগতের একটি অত্যন্ত বিধ্বংসী আর কার্যকর অস্র হল ট্যাংক বা লৌহ দানব । সম্মুখ যুদ্ধে এটি প্রথম ব্যবহার করা হয় প্রথম বিশ্বযুদ্ধে । ফ্রান্স এবং ইংল্যান্ড সফল ভাবে এটি পরিচালনা করতে সক্ষম হয় । তখন থেকেই সামরিক জগতে শৌর্য বীর্যের এক অনন্য প্রতীক এই লৌহ দানব ।

আজ আমরা দেখবো ইতিহাসের ভয়ংকরতম কয়েকটি ট্যাংক যুদ্ধ আর তার ক্ষয় ক্ষতির পরিমাণ । ১০ কেম্ব্রেই এর যুদ্ধ - ১৯১৭ প্রথম বিশ্ব যুদ্ধ চলাকালীন সময়ে জার্মানদের হিন্দেনবুরগ ফ্রন্ট লাইনে ব্রিটিশ সেনাবাহিনি এক প্রাণঘাতী হামলা চালায় । এই যুদ্ধে প্রায় ৪৭৬ ট্যাংক ধ্বংস হয় এবং জার্মান ও ব্রিটিশ উভয় পক্ষের ৪৫০০০ হাজার সৈন্যের প্রান যায় । ৯ আল আমিনের দ্বিতীয় যুদ্ধ - ১৯৪২ আল আমিনের এই যুদ্ধে এলাইড গ্রুপের ১০০০ হাজার ট্যাংকের বিপরীতে জার্মানদের ৫৪৭ টি ট্যাংক যুদ্ধ করে এবং পরাজিত হয় । এই পরাজয়ের ফলে এলাইড গ্রুপ মিসর ও সুইয়েজ খালের দখল পায়।

৮ রাসেনেই এর যুদ্ধ - ১৯৪১ রাসেনেই এর যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ৭৪৯ টি ট্যাংক ,জার্মানদের মাত্র ২৪৫ টি ট্যাংকের সামনে পরাজিত হয় । অবশ্যও জার্মানদের এই জয়ের পিছনে অন্যতম কারন ছিল তাদের এয়ার সাপোর্ট । এই জয়ের ফলে জার্মানদের মনে তাদের শ্রেষ্ঠতের ধারনা বদ্ধমূল হয় । ৭ আরব ইসরাইল যুদ্ধ - ১৯৭৩ ১৯৭৩ সালে সিরিয়ান ৭তম ইনফেনট্রি ডিভিশন প্রায় ১২৬০ টি ট্যাংক আর সাঁজোয়া যান নিয়ে হামলা চালায় ইসরাইলী ৭ তম আরমোরড ডিভিশনের উপর । ইসরাইলের ট্যাংকের সংখ্যা ছিল ১০০ এর কাছাকাছি ।

সংখ্যার দিক থেকে এগিয়ে থেকেও ইসরাইলী বাহিনির কৌশল আর দক্ষতার কাছে পরাজিত হয়ে সিরিয়ান বাহিনি পিছু হটতে বাধ্য হয় । এই যুদ্ধে সিরিয়ার প্রায় ২০০-৩০০ ট্যাংক ধ্বংস হয় । ইসরাইলী এই জয়ের পেছনে অন্যতম ভুমিকা রাখে তাদের আধুনিক ও সু সজ্জিত বিমান বাহিনী । ৬ ব্রডি এর যুদ্ধ - ১৯৪১ ১৯৪১ সালের ২৩ শে জুন থেকে ৩০ শে জুন পর্যন্ত সংঘটিত এই যুদ্ধটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম বৃহৎ ট্যাংক যুদ্ধ । এতে অংশ নেয় জার্মানির প্যাঞ্জার গ্রুপ আর সোভিয়েত ইউনিয়নের তিনটি সমর যান বাহিনী ।

এতে জার্মানির ৭২৮ আর সোভিয়েত ইউনিয়নের অবিশ্বাস্য ৫৮২৬ টি ট্যাংক অংশ গ্রহণ করে Click This Link) । ৫ . Battle of Hannut, 12 – 14 May 1940 ১৯৪০ সালে ফ্রেঞ্চ আর জার্মানদের মধ্যে বেলজিয়ামের হানুত শহরে এক রক্তক্ষয়ী যুদ্ধ হয় । এই যুদ্ধে ৬০০ ফ্রেঞ্চ ট্যাংকের বিপরীতে ৬১৮ টি জার্মান ট্যাংক অংশ নেয় । যুদ্ধে ১১১ টি জার্মান আর ১২১ টি ফ্রেঞ্চ ট্যাংক ধ্বংস হয় Click This Link আজ আর পারলাম না ভাই । আগামিতে বেচে থাকলে ইনশাল্লাহ বাকি ৫ টী যুদ্ধের বর্ণনা লিখবো ।

ধন্যবাদ সবাইকে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।