আমাদের কথা খুঁজে নিন

   

সমাজতন্ত্র/কম্যুনিজম/বামপন্থী রাজনীতি নিয়ে কিছু কথা (১৯৭১ ভিত্তিক)

আমার বিচ্ছিন্ন ভাবনার চিন্তিত ব্লগে স্বাগতম আমি সমাজতন্ত্র, কম্যুনিজম ,বামপন্থী রাজনীতি অতটা বুঝি না বললে ভুল হবে, বলতে গেলে কিছুই বুঝি না । তবে একটা বিষয় বুঝি । সেটা হল সমাজতন্ত্র/কম্যুনিজম/বামপন্থী রাজনীতি বোঝার জন্য আমাদের অত্র অঞ্চলের মানুষের মগজ বিকশিত হয় নাই । সবাই এগুলো বোঝে বা করে গুরু, বড় ভাই ধরার মাধ্যমে, তারা মাথায় যেটা ইন্সটল দেয় সেটাই আজীবন চলতে থাকে । নিজের আন্যালাইসিস থেকে কেউ চিন্তা করে না ।

অথবা আমাদের এই অঞ্চলের মানুষ কার্ল মার্ক্স, লেনিন, মাও এর চাইতেও বেশি বোঝে । আর বেশি বোঝার কারণে খুব সহজেই একজন আরেকজন কে বাতিল ঘোষণা করে দেয় আর নিজেরা বহু দল, উপদলে বিভক্ত হয় । বাংলাদেশে প্রকৃত কম্যুনিস্ট আন্দোলন বিকশিত না হওয়ার জন্য আসলে কম্যুনিস্ট দল গুলোই দায়ী । আসলে এতো কথা বলার কারণ হল ১। ১৯৬০ পরবর্তী বাংলাদেশ কম্যুনিস্ট পার্টির বিভক্তি এবং একই নামে নিজেদের নামের শেষে মস্কো পন্থী,চীন পন্থী হিসেবে ঘোষণা দেওয়া ।

২। একাত্তরে চীনের বিরোধিতা ছিল আমাদের স্বাধীনতার ব্যাপারে । চীন চায় নাই বাংলাদেশ স্বাধীন হোক । কিন্তু তাই বলে বাংলাদেশে বসবাসরত চীন পন্থী রাজনীতিবিদরা কেনো দেশের স্বার্থে চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান ঘোষণা দিলো? দেশের স্বার্থে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়লোনা? চীনের ঘোষণা আগে?নাকি স্বাধীনতার ডাক আগে? ৩। শুধু তাই নয় ।

ভারত ছিলো সোভিয়েত রাশিয়ার মিত্র । আর ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করছিলো বিধায় বামপন্থীদের অনেকেই ঘোষণা দিয়েছিলো, দেশে আসলে মুক্তিযুদ্ধ হচ্ছে না । যা হচ্ছে তা হলো ভারতীয় আগ্রাসন । সো ঠেকাও মুক্তিবাহিনী । এটা কিছু হলো? ...................... কেউ কি আছেন? যে আমার এই প্রশ্ন গুলোর উত্তর দিতে পারবেন? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।