মুক্ত ভাবে চলি মুক্ত কথা বলি সেই ২০১২ সালের দিকের কথা .............
জ্যোতিষের ভাগ্য গণনাতে আমার বিশ্বাস কোন কালেই ছিলনা ।
কিন্তু অবিশ্বাসেই বিশ্বাস মেলে ।
সেই আশাতেই জ্যোতিষের নিকট হস্ত গণনা করিতে গিয়াছিলাম । তিনি আমার হস্তখানা দেখিয়া তাহার মুখ খুশিতে জ্বলজ্বল করিয়া উঠিল ইহার সহিত চিৎকার করিয়া কহিল
তোর ভাগ্য ভালা তুই
"ডাবল গোল্ডেন প্লাস মানে ১০ "
এর কোটায় পইড়া গিয়াছোছ ছোকরা । আমি মনের খুশিতে উজ্জল ভবিশসুতের আশায় অপেক্ষা করিতে থাকিলাম ।
জ্যোতিষকে কিছু বখরা হস্তগত করিয়া ভবিষ্যতের অভিলাষে সেই জায়গা ত্যাগ করিলাম ।
টিভি তে আজ বলতে শুনলুম যে পদ্মা সেতুর জন্য টাকা যোগাড় করার জন্য ঢাবির ক ইউনিট এর ভর্তি পরীক্ষা ১ ঘণ্টা ৪৫ মিনিট এর জায়গায় ১ ঘণ্টা করা হবে ।
বাকি ৪৫ মিনিটের টাকা পদ্মা সেতুর ফান্ডে দান করা হবে !!!!!!!!
আমার শেয়ার বাজারের হাজার কোটি টাকা যে দরবেশ সাহেব কিংবা গুরু সাহেব রা লোপাট করে দিলেন তাহার কোন হদিস আমরা কোনোদিন পাবনা ।
আর আমাদের ঢাবি ভর্তি পরীক্ষার ৪৫ মিনিটের টাকা এতো মুল্যবান হয়ে গেলো ????
মেডিক্যাল এর ভর্তি পরীক্ষা হবে না কারন এই পরীক্ষা নিতে যা খরচ হয় তার টাকা একই ফান্ডে জমা দেয়া হবে ।
লে হালুয়া পদ্মা ...... সেতু শুধু তোর জন্য আমি বন্য.........।
। ...অনুভব ......। ।
জয় পদ্মা সেতুর জয় ।
মেডিক্যাল এর কথা শুনিয়া আমার মন প্রান ভরিয়া গেল আমি নাকি ডাবল গোল্ডেন অর্থাৎ গোল্ডেন ৫+৫=১০ তাই আমার ভর্তি পরীক্ষা হবে না ।
সেই ২০১১ সালে সুপার সাজেশন দেখিয়া পড়িয়া পুরাই একশত
ভাগ কমন পেয়েছিলাম ।
আমার মত মেধাবী স্টুডেন্ট যদি মেডিক্যাল এ পড়ে তাহলে
১০% পড়া থেকে আমি স্লো মোশনএর রুগী আসলে অ্যালার্জির ঔষধ সেবন করিতে বলিব ।
কেননা আমি যে মিস্টার টেন পারসেন্ট গোল্ডেন ১০
এতো কোটার ভিড়ে আমিও গুল্ডেন এ প্লাস এর জ্বরে অদম্য মেধাবীদের কোটাতে পরিয়া গেলাম ।
২০৭১ সালে একটা ইমেইল পাইলাম জিমেইল এ যে আমার মেধাশুন্য নাতি নাতনি আমার কোটার জোরে BCS এ
চান্স পাইয়া গেছে । আমি চিন্তা করিলাম ভাগ্যিস ১০% বই পইড়া ডাবল গুল্ডেন পাইয়াছিলাম এবং পদ্মা সেতু গড়িয়াছিলাম ।
পদ্মা সেতুতে আমার অবদান জাতি আজ হাড়ে হাড়ে স্মরণ করবে ।
সবাই ভালো থাকবেন । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।