আমাদের কথা খুঁজে নিন

   

৭১ এর শরণার্থী

আমার বিচ্ছিন্ন ভাবনার চিন্তিত ব্লগে স্বাগতম জোয়ান ছেলের বুকে বুলেটের আঘাত লজ্জায় আর অপমানে মেয়ের মত পুত্রবধূও ঝুলেছিলো গাছের ডালে আদরের নাতনীকে নিয়ে করিমন্নেছা আজ শত মাইল পাড়ি দিয়ে রিফিউজি ক্যাম্পে । তার মত আরো অনেকেই, অনেকে আবার সব হারিয়ে । সে তো তবু আনতে পেরেছে একটি ভবিষ্যৎ ! যে কিনা সাক্ষ্য দেবে পরবর্তী প্রজন্মকে । অস্বাস্থ্যকর পরিবেশে যেন দম বন্ধ হয়ে আসে, জীবনের প্রতি বিতৃষ্ণা চলে আসে, সে সৃষ্টিকর্তাকে ডেকে বলে, “আমাকেও নিয়ে নাও” কিন্তু বাধা হয়ে দাঁড়ায় সাথে করে নিয়ে আসা এক টুকরা ভবিষ্যৎ । এই রকম মানবিক দুর্যোগে মানুষ কেমন যেন বদলে যাচ্ছে । খাবার নিয়ে, ওষুধ নিয়ে, কাপড় নিয়ে যেন বুনো কায়দায় হানাহানি । কিন্তু সবাই এসেছে একি দেশ থেকে, এক রক্তাক্ত দেশ থেকে । ভাল লাগে যখন অস্ত্র হাতে মুক্তিযোদ্ধারা সান্তনা দেয়, বলে “মা, আর কয়েকটা দিন” । আর ভাল লাগে সেই লোকটাকে যে ক্যামেরা হাতে এসে বলে দুনিয়াকে আমি দেখিয়ে দিবো আমার মায়ের কষ্ট ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।