আমাদের কথা খুঁজে নিন

   

"এই সরকারের ছাত্র অপরাধ ট্রাইবুনাল গঠন করে বিচার হওয়া উচিৎ আর সরকারের মনে রাখা উচিৎ আমরা ভোটার হয়েছি"

www.banasree.com তার বড় বোন বাংলাদেশের একজন সাইক্রিয়াটিক, মেজো বোন গ্রাজুয়েশন করে এখন বিদেশের মাটিতে শিক্ষকতা করে , সেজো বোন ডাক্তার পরেরজন ইন্জিনিয়ার তার পরেরটা ফার্মেসিতে পড়ে। আর একমাত্র বড় ভাই সেও ইন্জিনিয়ার যে কিনা দেশের খুব ভালো একটা প্রতিষ্ঠানে চাকুরি করছে সন্মানের সহিত। তার স্বপ্ন একটাই সে ডাক্তার হবে। সেই লালিত স্বপ্ন বুকে নিয়ে আর দশটা মেয়ের মতো এস এস সি ও এইচ এস সি তেও ভালো করেছে আর মেডিকেল ভর্তির জন্য পড়াশুনা করে যাচ্ছে। কাল তার বাবা বাসায় ঢুকতেই চিৎকার শুনতে পেলো "এই সরকারের ছাত্র অপরাধ ট্রাইবুনাল গঠন করে বিচার হওয়া উচিৎ আর সরকারের মনে রাখা উচিৎ আমরা ভোটার হয়েছি" বাবার প্রশ্ন কেনো মা কি হয়েছে? পরিবারের সদস্য সংখা বেশি হলেও তার কোনো আপসোস বলতে কিছু নেই কারন তার সব সন্তানই বাংলাদেশকে বুকে ধারন করে সমাজে আজকে ভালো একটা অবস্থান করে নিয়েছে। অনেক কথা লিখতে ইচ্ছা করছিলো কিন্তু আর লিখবোনা , শুধু এটুকুই বলতে চাই , "সরকারের মনে রাখা উচিৎ তারা ভোটার হয়েছে" আমি সরকারের নেয়া "এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীরা এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি হতে পারা সংক্রান্ত সিদ্ধান্তের সম্পুর্ন বিরোধিতা করছি।"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।