আমাদের কথা খুঁজে নিন

   

তখন আপনি কি করেন? ( অতিরিক্ত আবেগপ্রবণ মানুষদের বলছি)

যখন কেউ আপনার সম্পর্কে অকারণে খারাপ মন্তব্য করে, আপনাকে ছোট করে কথা বলে, কি করেন আপনি? আমরা সবাই জানি, নিন্দুকের কথায় পাত্তা দিতে নাই। কিন্তু যদি কেউ সেটা না পারে? সব মানুষের মানসিক শক্তি সমান না, কেউ অনেক কঠিন কথাও সুন্দর হজম করে ফেলতে পারে, কেউ অল্পেই সেন্টিমেন্টাল হয়ে যায়। আপনি যদি হন সেই অতি আবেগি মানুষদের একজন, তখন আপনি কি করেন? -আপনার চেহারা, গায়ের রঙ, উচ্চতা, শারীরিক গঠন -আপনার বুদ্ধিমত্তা, কাজের ক্ষমতা ও ধরন -আপনার বাক্তিত্ব -আপনার পরিবার ও পারিবারিক সমস্যা -আপনার প্রেম, বন্ধুত্ব, ব্যক্তিগত সম্পর্ক -আপনার অর্থনৈতিক অবস্থা যখন কেউ এই বিষয়গুলো নিয়ে আপনার সামনে অথবা আড়ালে আপনাকে নিয়ে কটূক্তি করে, তখন আপনি কি করেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।