আমাদের কথা খুঁজে নিন

   

ওঠ ছেড়ি তোর বিয়া!

পৃথিবীর বাধা-এই দেহের ব্যাঘাতে/ হৃদয়ে বেদনা জমে;-স্বপনের হাতে/ আমি তাই/ আমারে তুলিয়া দিতে চাই। ওই পিএস, এদিকে আয়। শুনলাম, মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাহেবকে সবাই খুব বাহবা দিচ্ছে। শিক্ষাক্ষেত্রে নাকি আমূল পরিবর্তন আনছে। আমি তামাম শিক্ষার্থীদের জীবনে আমূল পরিবর্তন আইন্না দিবার চাই।

'মেডিক্যালে এবার কোন ভর্তি পরীক্ষা নেয়া হবে না। '- মাননীয় মন্ত্রী নিচের কথাগুলো মন দিয়ে পড়বেন আশা করি। Mahrin Binte Islam-এর মত: ২০১২.০৮.১২ ১৪:৫২ এত ভাল ভাল (!!!!) সিদ্ধান্ত দিয়েই তো দেশ এগিয়ে যাচ্ছে! কিছু শিক্ষক কেন কোচিং করায়ে ক্লাসে পড়ায় না সেজন্য দিল সবার প্রাইভেট কোচিং পড়ান বন্ধ করে। তাতে কি হইল?ছাত্ররা এখন ভার্সিটি আর বুয়েটের ছাত্রদের কাছে দ্বিগুন টাকা দিয়ে হলেও পড়ে!এখন কিছু কোচিং কেন প্রশ্ন ফাঁস করে তার জন্য ছাত্রদের ডাক্তার হবার স্বপ্ন শেষ করে দিল!এসব সিদ্ধান্ত আগে কেন কেয়া হয়না???কেন দুই মাস ছাত্ররা কষ্ট করল,, এইচ,এস, সি দেওয়ার আগে যারা জানতই না যে এটাই তাদের ভবিষ্যত নির্ধারণ করবে!তাহলে এসব এইচ,এস,সির আগে কেন সিদ্ধান্ত হল না???? Tawhid Hossain Romel-এর মত: ২০১২.০৮.১২ ১৪:৫৫ ভর্তি পরীক্ষা প্রকৃত মেধা আর প্রতিভা তুলে আনে, এটা বন্ধ করা আর মাথা ব্যাথার জন্য মাথা কাটা একই কথা। ভর্তি পরীক্ষার্থী কমাতে হলে বুয়েট এর মত GPA 25 এর মধ্যে ২৪ বা ২৩ করে দিন।

একমাত্র মেডিকেল এ biology তে ৩.৫ পেয়ে ফর্ম তুলতে পারে। এটা ৫ করুন। কোচিং বন্ধ করতে চাইলে কোচিং এর reg বাতিল করুন। ভর্তি পরীক্ষা কেন?সব শিক্ষক কি একই ভাবে খাতা দেখে?যেখানে ৬১ হাজার ছেলে মেয়ে সেরা ফলাফল করছে সেখানে আপনারা কিভাবে হঠকারি সিদ্ধান্ত নিতে পারেন? মেডিকেল এ ৬১ হাজার আসন তৈরি করুন আগে। tawhid ahmed-এর মত: ২০১২.০৮.১২ ১৫:০৫ দূর্নীতি কাকে বলে তা হালাল করার বুদ্ধি ।

বুয়েটে যার পরীক্ষা দিবে, তারা সবাই মেডিকেলেও টিকে যাবে তাদের পয়েন্টের জন্য । তারপর তারা বুয়েটের ফলাফলের জন্য অপেক্ষা করবে । বুয়েটে চান্স না পেলে মেডিকেলে পড়বে । তাহলে সরকারী মেডিকেলে বিভিন্ন ভাবে প্রায় তেরশর মত সিট শূন্য হবে । আর এই তেরশ সিট পূরণ করবে টাকা খেয়ে মানে দূর্নীতি করে ।

কারণ দশ হাজারের উপর গোল্ডেন এ প্লাস আছে । সেখানে তেরশ সিট দূর্নীতি করা কোনো ব্যাপার না । এত এ প্লাস এর ভীড়ে কে কৈ চান্স পেল কতজন খুজ রাখতে পারবে । ফলাফল ভয়াবহ দূর্নীতি । সরকার এখানেও দূর্নীতিকে প্রাতিস্থানিক স্বীকৃতি দিলো ।

। যার টাকা আছে সেই চান্স পাবে, যার নেই , সে চান্স পাবে না । এই সিস্টেমের নিন্দা জানাই । Osman Sarker-এর মত: ২০১২.০৮.১২ ১৫:০৬ সিদ্ধান্তটা আরও আগে নিলে ভাল হত না ? ইতিমধ্যে কোচিং সেন্টারগুলো হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। D. M. Zunayed Kamal Nibir-এর মত: ২০১২.০৮.১২ ১৫:৪৩ এইসব কী ?! সাজেশন পড়ে বোর্ড পরীক্ষায় ভাল করলেই হল ? ভর্তি পরীক্ষা ছাড়া আসল মূল্যায়ন তো আসলেই অসম্ভব Shimul Mahmud-এর মত: ২০১২.০৮.১২ ১৫:৫৮ বাংলাদেশের সব কিছুতেই ধর তক্তা মার পেরেক অবস্থা।

মাথায় একটা কিছু আসল সাথে সাথে বিল পাশ। এটার আগে পিছে যে আর কিছু আছে সেটা ভাবার সময় তাদের নাই। প্রচলিত জি পি এ ব্যাবস্থায় S.S.C, H.S.C র জি পি এ মেধাবীদের কতটা Reflect করছে সেটা আগে দেখা উচিত ছিল। Tahlil Shawon-এর মত: ২০১২.০৮.১২ ১৬:০২ একজন মেডিকেল ছাত্র হিসাবে আমি এর প্রতিবাদ করছি। প্রশ্নপত্র ফাঁস, প্রশ্ন কেনা- বেচা এই সব বন্ধ করতে কোচিং সেন্টার বন্ধ করা যেতে পারত।

সাজেশন পড়ে বোর্ড পরিক্ষায় ভাল ফলাফল করা যায় কিন্তু ভর্তি পরীক্ষায় পুরো বই পড়া না থাকলে কোনদিন ভাল করা সম্ভব না। (উপর্যুক্ত মতামত গুলো অনলাইন থেকে নেয়া) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।