আমাদের কথা খুঁজে নিন

   

এসব কি দেখছি ???? ( ১৮+++++)

ভাল কিছু লিখার প্রত্যাশায় লিখি.. ঘটনা প্রবাহঃ ১ ঈদের টিকেট কাটতে গাবতলী যাচ্ছি। তখন রাত ৯.৩০ হবে। ফার্মগেট পার হয়ে খামারবাড়ীতে যাত্রী উঠাল বাসটি। যাত্রীদের মধ্যে একজন যাত্রীর দিকে নজর পড়ল সবার। মেয়েটির বয়স ১৬ থেকে ১৭ হবে।

চুলে বাহারি কালার করা। সবার দৃষ্টি যে জন্য পড়ল তা হল মেয়েটির পোশাক। এ কি রকম অদ্ভুদ পোশাক। জামার হাতা নেই অর্থাৎ সেন্ডোগেঞ্জির মত জামাটা। এরকম বয়সের একটা মেয়ের পোশাক এধরনের এটা যেন কারো বিশ্বাস হতে চায় না।

এরকম পোশাক তো রাতে ঘুমানোর সময় পড়তেও লজ্জা লাগে। এমনকি কোন ওড়নাও পরে নি। অনেকেই দেখলাম বিরক্তি সহকারে তাকাচ্ছে যা ছিল দৃষ্টিকটু। মেয়েটি বুঝেও না বুঝার ভান করে থাকল। অবশেষে কল্যাণপুরে নেমে গেলে সবাই যেন একটু সস্থি পেল।

ঘটনা প্রবাহঃ ২ এক্সিকিউটিভ এম. বি. এ করার সময় পরিচয় হয়েছিল রেংসটেল এর লিটন বাংলালিংক এর মাসুদ , ব্রাক ব্যাংক এর স্বাদি ও একটি মাল্টিন্যাশনাল কম্পানির ম্যানেজার সাকিল ভাইয়ের সাথে, আমাদের গ্রুপটা ছিল চমৎকার। তো গত শুক্রবার সাকিল ভাই ইফতার এর দাওয়াত দিলেন স্টার কাবাবে। সবাই ইফতারের ১ ঘন্টা আগে হাজির। ফেনের বাতাসের প্রয়োজন পড়ায় বসলাম হোটেলের একবারে মাঝখানের টেবিলে। কিছুক্ষণ পর আমাদের পাশের টেবিলে বসল একটি ছোট পরিবার।

ছোট পরিবার বলার কারণ এক ছেলে এক মেয়ে আর স্বামী স্ত্রী। সাকিলভাই তাদের সুরত দেখে রেগে গেলেন। আমাকে দেখিয়ে বললেন ভাই দেখেছেন অবস্থাটা? মহিলা পুরাদোস্তুর পর্দান অর্থাৎ বোরকা পরে এসেছে , উনার স্বামী পাঞ্জাবী পড়ে এসেছে অথচ পাশে উনার মেয়ে বয়স ৮-৯ হবে পড়ে এসেছে একটা টি শার্ট আর থ্রি কোয়াটার পেন। যা অত্যান্ত দৃষ্টি কটু মনে হচ্ছিল। সাকিল ভাই এই জন্য রেগে গেলেন যে, মা এত পর্দান কিন্তু মেয়েকে কেন এত নির্লজ্জ ভাবে সঙ্গে এনেছেন ? ৩০ মিনিট পরে স্বাদি ভাইএর মেজাজ ও গরম হয়ে গেল।

তিনি বলেই বসলেন আমরা কি কোন পর্নো সিনামার মহড়ত অনুষ্ঠানে এসেছি। অর্থাৎ হোটেলের কোন দিকেই তাকানোর মত অবস্থা ছিল না। খুব কম মেয়েই ছিল যাদের ওড়নাটা ঠিক ছিল। লিটন ভাই বলল অন্তত রমজান মাসটা সবাইকে একটু সংযত থাকা উচিৎ ছিল। কি আর করার অবশেষে ইফতারি করে বের হয়ে গেলাম।

ঘটনা প্রবাহঃ৩ সময়ের অভাবে ঈদের কেনা কাটা করা হচ্ছে না। হঠাৎ লিটন ভাই ফোন করে বলল আমি সন্ধ্যায় ফ্রি আছি কি না। কাজ থাকা সত্তেও বললাম কেন? বলল একটু কেনাকাটা করতে হবে। বললাম ঠিক আছে আমার অফিস থেকে আমাকে তুলে নিয়েন। অতঃপর নিউমার্কেট থেকে কিছু কেনা কাটা করার পর লিটন ভাই উনার ৩ বছরের মেয়ের জন্য জামা কিনার সিদ্ধান্ত নিলেন।

সমস্যা বাধল যখন উনার পছন্দ মত জামা পাওয়া গেল না। অর্থাৎ জামার বুকের মধ্যে ঝুল থাকতে হবে ( ঝুল থাকলে বুকের আয়তন বুঝা না) কিন্তু এখন জামানা বদলে গেছে ঐ রকম জামা ঘন্টা দুয়েক খুজার পর না পেয়ে বিরক্ত সহকারে নিউমার্কেট ত্যাগ করলাম। ঘটনা প্রবাহঃ৪ আমি মুলত এফ এম রেডিও শুনি না। কি মনে করে যেন শুক্রবার রাতে রেডিওটা অন করলাম। অনুষ্ঠান টা ছিল হ্যালো ৮৯০....আর কি যেন।

আর , জে কিবরিয়া। মুলত অনুষ্ঠান টা ছিল জীবনের বাস্তব কঠিন ঘটনা গুলোকে সবার সাথে শেয়ার করা। অতিথী বিথী ( ছদ্দ নাম) যিনি তার জীবনের ঘটনা বলেছেন। তার জীবনের ঘটনা শুনেতো আমার দুচোখ বেয়ে পানি ঝড়েছে। আর সারারাত ভালভাবে ঘুম হয় নি।

স্থির থাকতে পারি নি আমি। কারণ ঘটনা টা ছিল এরকম যে বিথী তার বড়ভাই এর দ্বারা ধর্ষিত হয়েছে। ঘটনাটি বলতে বলতে বিথী বার বার কাদছিল। হয়ত যারা শুনছিল তাদের মধ্যেও অনেকে কেদেছে। যেখানে পরিবার একটি মেয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয় সেখানেই যদি এমনি ঘটে তাহলে আর কোথায় যাবে সে??? পরিশেষে আরেকটা ঘটনা দিয়ে শেষ করছি।

মাসুদ ভাই সহ মটরসাইকেলে মতিঝিল থেকে মিরপুরে যাচ্ছিলাম পথে ট্রাফিক সিগনালে দাড়ানো অবস্থায় দেখলাম সার্জেন্ট সমান তালে ড্রাইভারের কাছে চাদা নিচ্ছে । আমি মাসুদভাইকে বললাম রমজান মাসেও দুর্নীতি কমল না। মাসুদ ভাই বলল অপরাধ করতে করতে একসময় সেই অপরাধটাকে আর অপরাধ মনে হয় না। সার্জেন্টের কাছে এখন এরকম ই মনে হচ্ছে। দিন দিন আমাদের মুল্যবোধ কোথায় যাচ্ছে?? রাস্তায় আড়ংয়ের পোশাক পরিহিত মহিলাদের বিশ্রী বিল বোর্ড, মোড়ে মোড়ে ইন্ডিয়ান নায়িকাদের বিশ্রী বিল বোর্ড, ডায়মন্ডের বিজ্ঞাপনের বিশ্রী বিলবোর্ড এখন ইউনিভার্সিটির বিজ্ঞাপনেও অর্ধনগ্ন ছবি যোগ করা হচ্ছে ।

আর কত নিচে নামব আমরা ?????? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।