আমাদের কথা খুঁজে নিন

   

Once Upon a Time in the West (1968)-সম্প্রতি যে মুভিটি দেখলাম

পট ইপিক মুভি। কালোত্তীর্ন নিসন্দেহে। এক সদ্যবিবাহিত রমনীর বিধবা হওয়া। স্বামী স্বপরিবারে খুন। মেয়েটি এসেছিল নিও অরলিনস্ থেকে আমেরিকার পশ্চিম প্রান্তের উটাহ তে।

স্বামীর বাড়ী এসেই এই বেদনাদায়ক পরিস্থিতির স্বীকার। কে হত্যকারী। একে একে যোহ হয় নতুন নতুন চরিত্র এভাবেই ছবির কাহিনি এগুতে থাকে। ছবিটির পোস্ট মর্টেম প্রখ্যাত চরচ্চিত্রকার সার্জিও লিওন এর Once Upon a Time in the West (1968) একটা ওয়েস্টার্ন মুভি। এটা তার একই ঘরানার তিনটা ক্লিন্ট ইস্টওড মুভির একটি ;যেগুলোর উপজীব্য কষ্টসহিষ্ণু বেদনাবিধুর ওয়েস্টার্ন উপাখ্যান।

যে ঢং তিনি পরিচিত ও প্রসিদ্ধ করেছেন। ছবি গুলো একই রকমের সুন্দর মিউজিক; একই রকম মিষ্টি এবং মন্দ চেহারার সমাবেশ; একই ধাচের অপেক্ষা আর ভায়োলেন্সের সমন্বয় ; সর্বপরি একই রকম ওয়েস্টার্ন জীবনের চমৎকার আকর্ষনীয় উপভোগ্য নাটকীয় মারপিটে ওয়েস্টার্ন জীবনের মনোরম ও সফল চিত্রায়ন । প্রায় ৩ ঘন্টার ছবি,একটি ইন্টার মিশন আর ছবিটি শেষ হওয়ার আগে দুইটি ফল্স এলার্ম দিবে! যথেষ্ট জটিল !কে হত্যাকারী, ভূমি অধিকার, রেইলরোড, দীর্ঘ প্রতিক্ষিত প্রতিশোধ, ভুল আইডেন্টিটি, ত্রিভুজ প্রেম,ডাবল ক্রস এবং শ্যুট আউট। দ্বিতীয় ঘন্টায় ছবিটির প্লট নিশ্চিত হওয়া যাবে! এই সকল অস্বচ্ছতা থাকা সত্ত্বেও ছবিটির প্রতিটি দৃশ্যায়ন এতটাই আকর্ষনীয় আবেদন শীল যে প্রতিটি দৃশ্যায়নের শেষটুকু পর্যন্ত দর্শক গোগ্রাসে গিলে ফেলবেন। ফ্রাংক আর হারমুনিকাবাদকের শেষ দৃশ্যটি প্রায় ১৫ মিনিট সময়ব্যাপী!তারা হাটে।

কথা বলে। পরস্পরকে কেন্দ্র করে ঘুরে। একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে তাকিয়ে থাকে। থুথু ফেলে।

জ্যাকেট খুলে। ওইন্স করে। যখন তারা চূড়ান্ত প্রস্তুতি নেয় গুলি করার ঠিক তখনই লিওনের ফ্লাশ ব্যাক। সব কিছুতে এত ধীর শুট করতে কেন এত অধীর!বিদ্যুৎ বেগে অভেদ্য শুট!এখানেই তো মজা! লিওনের প্রথম দুটি মুভি ("A Fistful of Dollars," "For a Few Dollars More") স্বল্প বজেটের। ৩য়টি "The Good, the Bad and the Ugly,"তার চেয়ে a Few Dollars More বাজেটের।

আর এ্ইটি কিন্তু বিগ বাজেট মুভি। দৃশ্যগুলোর সফল দৃশ্যায়নের জন্য প্যারামাউন্ট যথোপযুক্ত ব্যয় করেছে্ । কাস্ট Claudia Cardinale- জিল মেকবেইন Henry Fonda -ফ্রাংক Jason Robards -চেনে Charles Bronson- হারমুনিকা লিওন চরিত্র নির্বাচনে দারুন টুইস্ট রেখেছেন। অভিনয় জীবনে একমাত্র এই ছবিতে হেনরি ফিন্ডা মন্দ চরিত্রে অভিনয় করেছেন। চার্লস ব্রনসন রহস্যময় হারমুনিকা বাদকের চরিত্রে দুর্বধিগম্য(অতুলনীয়),জ্যাসন রবার্ড একজন টাফ গাই;বিলিভ ইট অর নট।

রূপসি ক্লওডিয়া নিসন্দেহে চরিত্রটির জন্য দারুণ চয়েস। ছবির ক্রিটিকস ও রেটিং Leone (1921-1989) is here at the peak of his epic powers. Andrew Sarris (New York Observer,Top Critic) A bold film that you won't soon forget. Ken Hanke ,Mountain Xpress (Asheville, NC) চলচ্চিত্রবোদ্ধাদের কাছে দারুণ প্রশংসিত। IMDb রেটিং ৮.৭/১০। দারুণ প্রিয় উক্তিগুলো:- ১.Wobbles: You can trust me, Frank. Frank: Trust ya? How can you trust a man who wears both a belt and suspenders, a man who can't even trust his own pants? ২.Jill: Hey, you're sort of a handsome man! Cheyenne: But I'm not the right man. And neither is he. ৩.Harmonica: Your friends have a high mortality rate Frank. ৪.Frank: People scare better when they're dyin'. ৫.Cheyenne: You know Ma'am, when you've killed four, it's easy to make it five. ৬.Harmonica: I saw three of these dusters a short time ago, they were waiting for a train. Inside the dusters there were three men. Cheyenne: So? Harmonica: Inside the men there were three bullets. ছবিটি আমার কাছে অসাধারণ মনে হয়েছে। প্রতিটি দৃশ্য দারুণ! অসামান্য মিউজিক ।

আর দৃশ্য টেনে টেনে দেখতে হবে। ডায়লগ গুলো অনবদ্য। কফি প্রেমিক টাফ গাই আর হারমুনিকাবাদক রহস্যমানব সঙ্গে বিয়ের দুইমাসের মধ্যেই স্বামী হারা অপূর্বসুন্দরীর জিঘাংসা আর আত্ন রক্ষা awsome। অনেকেই এটাকে বলেন সেরা ওয়েস্টার্ন। আমি বলি অসাধারণ! তথ্য সূত্র ও ছবি নেট  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।