বাঙ্গাল মানুষ
দেশের সেরা ১০ করদাতার তালিকায় ডেসটিনির নাম নাই কেন জাতি জানতে চায়।
দেশের সেরা ১০ করদাতার তালিকায় প্রথম হয়েছেন এস আলম গ্রুপের সাইফুল আলম। আর দ্বিতীয় আনোয়ার গ্রুপের আনোয়ার হোসেন। বৃহৎ করদাতা ইউনিট বা এলটিইউর আওতায় কর দেওয়া শীর্ষ ৫০ করদাতার তালিকা করেছে এনবিআর।
দেশের শিল্প খাতে এমন অনেক উদ্যোক্তা আছেন যাঁরা নীরবে কাজ করেন।
দেশের উন্নয়নে অবদান রাখেন। তবে তাঁদের খুব একটা মিডিয়ায় দেখা যায় না। অথচ তাঁরাই দিচ্ছেন সবচেয়ে বেশি আয়কর। তাঁদেরই একজন এস আলম গ্রুপের সাইফুল আলম। তিনি বিদায়ী অর্থবছরে এক কোটি ৮৬ লাখ টাকা দিয়ে দেশের প্রথম সেরা করদাতা হলেন।
আর আনোয়ার গ্রুপের আনোয়ার হোসেন এক কোটি ৬১ লাখ টাকা দিয়ে দ্বিতীয় হয়েছেন। তৃতীয় হয়েছেন ব্যাংক এশিয়ার পরিচালক আনিসুর রহমান সিনহা। এক কোটি ৪০ লাখ টাকা দিয়ে চতুর্থ প্রাইম ব্যাংকের পরিচালক কে এম খালেদ। ইউসিবিএলের পরিচালক হাজি ইউনুস আহমেদ এক কোটি ৩৪ লাখ টাকা দিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছেন। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।