আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীণ মডেম ZTE-MF100 যারা ব্যবহার করেন তাদের জন্য দারুন একটি প্লাগইনস।

http://www.facebook.com/Kobitar.Khata যারা গ্রামীন মডেম ZTE-MF100 ব্যবহার করেন তাদের জন্য একটি বিপদ হলো ইন্টারনেট ব্যালেন্স দেখতে হলে সিম খুলে মোবাইলে ঢুকিয়ে তারপর দেখতে হয়। তাদের জন্য একটি সুখবর। আপনাদের কষ্ট করে আর মডেম খোলার ঝামেলায় যেতে হবে না। এখন থেকে পিসি থেকেই দেখতে পাবে। এর জন্য যা করতে হবে- প্রথমে এই লিংক থেকে মাত্র ৪১.৫৮ কেবির একটি জিপ ফাইল ডাউনলোড করে নিন।

ডাউনলোড শেষে ফাইলটি অনজীপ করুন। এবার mdma নামক সফটওয়্যারটিতে ক্লিক করুন। সফটওয়্যারটির ছবি নিচে দেয়া হলো। মনে রাখবেন, এই সফটওয়্যার দিয়ে ব্যালেন্স দেখার সময় আপনার মডেমের সফটওয়্যারটি অবশ্যই বন্ধ রাখতে হবে। মডেম সফটওয়্যারে চালুর আগে এটা বন্ধ করতে হবে।

সফটওয়্যারটিতে ডিফল্টভাবে জিপির এপিএন APN(Access Point Name) দেয়া থাকবে। যারা অন্য অপারেটরের সিম ব্যবহার করেন তারা সেখানে সে অপারেটরের APN দেবেন। যেমন আমি রবি ইন্টারনেট ব্যবহার করি, তাই রবির APN হিসেবে internet দিয়ে রেখেছি। APN ঠিক থাকলে সফটওয়্যারটির ডান দিকে উপরে USSD Commands লেখা ঘরে আপনার অপারেটরের USSD Commands লিখুন। তারপর Send USSD বাটনে ক্লিক করুন।

এরপর আপনার ইন্টারনেট ব্যালেন্স মেয়াদসহ দেখতে পাবেন। যারা গ্রামীণ ছাড়া অন্য অপারেটরের সিম ব্যবহার করেন তাদের সুবিধার জন্য অন্য অপারেটরের APN(Access Point Name) গুলো দিয়ে দিলাম। রবি - internet বাংলালিংক-blmms টেলিটক- wap এয়ারটেল- mms আর যারা Huawei EG162G এবং Huawei E1550 মডেম ব্যবহার করেন তাদের জন্য রয়েছে আমার সেই সুপার ডুপার হিট পোষ্ট গ্রামীন মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটি দারুন প্লাগইনস পোষ্টটি ভাল লাগলে ''ভাল লাগা'' আশা করছি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।