আমাদের কথা খুঁজে নিন

   

।। বাঘে-খাওয়া একটি হরিণী ।।

বাঙলা কবিতা শ্রাবণ সন্ত্রাসী ওরা, ঘিরেছে চৌদিকে; ভেতরে পাথর-আমি আড্ডা মশগুল। আশার সমস্ত আলো যদি আজ ফিকে, অঝোরে ঝরছে কার এতো ভেজা চুল? পাথরের সাথে বহু গল্প-কথা হয়__ সে নাকি তোমাকে খুব ভালো ক'রে চেনে! ওই যে সেবার, মনে আছে তো নিশ্চয়? তোমাদের দেখা হলো উদাসীন লেনে! ওই লেনে রাজধানী এমন কাঙাল, কতোদিন আর আমি যাই না ওখানে! গণভোটে ধ্বসে গেল এতো ঘন কাল! নিপীড়নপিষ্ট বালা এই দেশ জানে। আমি তো জানি না কিছু, আজ শুধু চিনি__ অচিরাৎ বাঘে-খাওয়া একটি হরিণী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।