আমি বলছি না ভালবাসতে হবে . আমি চাই কেউ একজন ভেতর থেকে দরজা খুলে দিক . বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি ক্লান্ত ২ টা বছর আমি আমার দেশ কে দেকিনা .দেখিনা আমার মা কে আরো কত আপনজনকে . সেই সুরমা নদীর তীর এ বসে বন্ধু কে নিয়ে বেসুরা সুরে গান গাইনা .ভালো অউক আর মন্দ কে এগুলা নিয়ে ভাবত বিকেল হলে নদীর ঘাটে বড় নৌকায় বসে চিত্কার করে গান গাওয়া আমদের নিত্য দিনের কাজ .কখনো সুরমা নদী আবার কখনোও কুদালিয়া নদী (কালনী নদীর শাখা ) বড় নায়ে বসে তাস খেলা কত বিকেল আর কত রাত চলে গেল আমার এগুলা তো আমি হিসেব করি নাই কখনো .সেই সাথে সেই পিয়াজু আর চানাচুর নিয়ে টানাটানি .কত মধুর ছিল সেই দিন গুলা আজ শুদু এই গিন গুলা আমাকে কাদায় .এই বাস্ত সহরে ককন ও ভুলি নাই এই দিন গুলা কে . কখন যে মনে করে এগুলা নিয়ে ভাবতে সুরু করেছি আর চোখে জল এসেছে বুজতেও পারিনাই . সব সময় পারিনাই টিক মত কাল দিয়ে বন্ধুদের সাথে কথা বলতে .কোন ও সময় টাকার চিন্তায় আবার কোন ও সময় আর অভাবে .তাই আমি নিজেকে মাজে মাজে দুশারুপ করি কি দরকার ছিল আমার নিজের দেশ ছেড়ে অন্য দেশ ও আসা .সব কিছু ছেড়ে সুধু ১ টা জিনিস নিয়ে সুখী হবার কথা ভাবা .তকন এ মনে পরে যায় আমার দেশ আমার মাটি তো আমাকে আমার জীবনের চাহিদা মেটাতে খুন খুনি আর মামা দরা নিয়ে তাকে .আমার ও মামা আছে কিন্তু সেই মামা তো রাজনৈতিক মামা না আমার ও ভাই আছে কিন্ত সেই ভাই তো রাজনৈতিক পদে নাই .সবাই আমার মত রাজনীতি তেকে দুরে নিজের অবস্তান তেকে এটা কে গ্রীনা করে যাছে আর যাবেও . একানে যে নিরাপত্তা দেখে ভীষণ ভালো লাগে আবার ভীষণ বিরক্থ ওই কি দরকার এসবের কেই চুরি করতে বের ওই না কাউকে মারতে গ্রুপ বাদে না .১ত বাসায় ডুকতে কত কোডে চাপতে ওই .সেগুলা আর ভাল লাগে না . কোডে ভুল হতে দেরী ওয় কিন্তু গার্ড আসতে দেরী ওয় নাই ককন ও আমার দেশ আপন ভাই কে ভাই ,বাবা কে পুত্র .স্বামী কে স্ত্রী আর স্ত্রী কে স্বামী খুন করতে ধিদা করে না .পত্রিকা পরলেই মন খারাপ ওয় .শুকের চেয়ে ধুক্কের খবর বেশি পড়তে ওয় . রাস্তায় রাস্তয় দুর্ঘটনা কত লুক মারা যায় .সেই গুলা পরে মন কাদে, কিন্তু তবু প্রহর গনি কবে যাব কবে আসবে সেই সময় যখন আমার বঙ্গ মাকে দেখে পাব .... কবে আমি সেই নদীর পারে বসে বাতাস উপভোগ করব .একানে অনেক বাতাস সমুদ্রের নিকট শহর সব সময় বাতাস লেগেই তাকে .কিন্তু এক মুহুর্তের জন্য ও আমি আমার প্রাণ ভরে সেই বাতাস উপভোগ করি নাই .বরং আমার হার কাপতে সুরু ওয় সেই বাতাসে .যখন -২৫ তখন আমি কমন করে সেই বাতাস উপভোগ করি.৭ /৮ মাস শীত তাকে একানে . আমার দেশ এ এত সুন্দর আবহাওয়া এত কিছু ফলে আমার দেশের মাটিতে টা আমার মত অদম আর বলার দরকার মনে করি না .আমরা কৃষি কাজ কে গ্রীনা করি সবাই চাই চাকরি আর ব্যবসা করতে .এসবের অনেক প্রমান আমার বন্ধু মহলে আছে . যারা গ্রামে তাকতে নারাজ . অবশেসে প্রবাসী জীবনের ২টা বছর খুব দ্রুত চলে গেল .খুব অবাক লাগে ২ বছর হয়ে গেল আমি দেশের ভাইরে ........কত কিছু মিস করলাম আর করব ও ......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।