ঝর্ণার পাশে বাড়ি/ জলের তেষ্টায় মরি/ জীবনের খেলাঘর/ বেঁধে যাই নিরন্তর। ভয় জীবনের ফুটপাতে প্রশ্নের হাটাহাটি প্রবল ঔদ্ধত্যে নেমে আসে অবিচার উন্নাসিক জনতা নিরাশায় অচেতন; গরল অভিভাবক গিলে খায় অধিকার- উত্তরহীন আমি নির্বাক খুঁজে চলি জেগে ওঠা প্রশ্নের যুতসই উত্তর; অলিক প্রশ্ন হয়ে অচেতন পণ্য সবাই অজান্তেই; দেহটাই উর্বর। প্রতিবাদ আসে যত অনুত্তীর্ণ সব কথার অলংকারে; নিশ্চুপ প্রতিরোধ! কোন উচ্ছ্বাস নেই প্রশ্নমিছিল ঘিরে ঈর্ষার অঙ্গারে জেগে থাকে প্রতিশোধ; ফুটন্ত কড়াইয়ে তেলের অভাব কম হায়েনার হাসি দেয় গৃহদহনের যম। ১৯/০৪/১৩ ময়মনসিংহ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।