আমাদের কথা খুঁজে নিন

   

তুমি আমি -- একটি লুতুপুতু অথবা ভালবাসাবাসি রঙ তামাশা

তুমি আমি আমরা ...... -- তোমাকে একটা কথা বলতে চাই । -- বলো । -- কিছুটা অন্যরকম শুনাতে পারে , -- তো ? -- না মানে , আবার কি ভেবে নাও ; -- কথা শুনে যদি নাই ভাবতে পারি তাহলে সে কথার দামটা কি থাকলো ? ‘’আমরা কথা বলি যাতে আমার ভাবনা নিয়ে অন্য কেউ ভাবতে পারে । ‘’ -- তা ঠিক । -- বলে ফেলো ; -- সাহস হচ্ছে না ।

-- তোমার ? -- হুম । -- আমি কি ভুল শুনলাম ! যে তুমি আমার হাত আঁকড়ে পুরো সমাজের সামনে সেদিন একা দাড়িয়ে বলেছিলে –‘’ এই মেয়ে শুধুই আমার ‘’... সেই তুমি আজ সেই মেয়ের সামনে বসে বলছো ‘’ সাহস হচ্ছে না’’ ! -- তাই তো দেখছি । -- অবাক হলাম । -- এক কাজ করবে ! -- কি ? -- তুমি চোখ বন্ধ করে রাখো , আমি হড়হড় করে বলে যাই । -- চোখ বন্ধ করবো ! -- হুম ।

-- এই শুনো ... -- বোলো ; -- কথা পরে হবে , আগে তাকাও তো ভাল মতন আমার দিকে । -- হুম -- কি হল ? মাটিতে তাকিয়ে আছ কেন ? আমার চোখে তাকাও -- পারছি না । -- রহস্য করছো ? -- সত্যি বলছি । -- হাতটা দেও , এইবার আমার গালে রাখো , এখন খুলে বোলো , ‘’ কি হয়েছে !’’ -- তোমাকে একটা কথা বলতে চাই , কিছুটা অন্যরকম শুনাতে পারে , আমি বলতে চাচ্ছি কিন্তু সাহস পাচ্ছি না । তুমি চোখ বন্ধ করে রাখো , আমি হড়হড় করে বলে যাই ।

-- আবার ! -- আমি নিরুপায় ; -- আচ্ছা ঠিক আছে । আমি সাহায্য করছি । -- খুব ভাল হয় । -- ব্যাপার হচ্ছে তুমি আমাকে একটা কথা বলতে চাও , -- চাই । -- কথাটা কিছুটা অন্যরকম , -- ঠিক তাই ; -- সেই অন্যরকমটা কেমন ? -- কথাটার ভিতরে ‘’ তরল তরল’’ ভাব লুকিয়ে আছে -- তা তোমার ভয়টা কিসে ...’’জমাট বাঁধার ভয় করছো ?’’ -- উহু , উড়ে যাবার ভয় ! -- হাসালে মিনাত ।

আজ পর্যন্ত একটি পাখিকেই পোষ মানিয়েছ । আর তাকে নিয়েই এতো ভয় ! -- ভয় তো সে জন্যই , ‘’একটি পাখি ‘’ .... আর তো কিছু অবশিষ্ট নেই আমার । যদি সে আর খাঁচায় ফিরে না আসে ! -- এতোগুলো সন্ধ্যা একসাথে পার হল , তারপরও ! -- তারপরও । -- তবে বলতে হয় খাচার মালিক খুবই আনাড়ি । -- আনাড়ি ! নাকি কাঙ্গাল ! -- নিজের জন্য ? -- পাখির জন্য ।

-- তারমানে পাখিটার সত্তার সাথে নিজের সত্তা কে মিশিয়ে নিতে পারো নি ? -- না -- কেন ? -- আমি যে সর্বদা চেয়েছি সে তার নিজের পৃথিবী নিজের মতই সাজাবে , আর আমি অপার মুগ্ধতায় সেই স্বর্গ দেখব -- স্বর্গের দেখা পেয়েছ ? -- আমি তো স্বর্গবাসী -- ওগো ; আমায় আর মাতাল কর না । -- তাহলে বলেই ফেলি কথাটা ... -- না থাক ; -- কেন ! -- আমার ভয় করছে খুব -- কিসের ভয় ? -- জানি না , সত্যি জানি না -- বেলা ...... -- দয়া করে আর কোন কথা না -- ঠিক আছে । --তবে --বোলো -- আর একটু কাছে আসবে আমার -- সবসময় ...... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।