গ্রেপ্তার হওয়া পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে আজ শুক্রবার সাব-জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে তাঁর জামিন আবেদন নামঞ্জুর হয়। টেলিভিশন চ্যানেলগুলোর বরাত দিয়ে রয়টার্স এবং ‘ডন’ ও ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।
ইসলামাবাদের বিচারিক হাকিম রাজা আব্বাস শাহর নির্দেশে রাজধানীর চক শাহজাদের নিজ বাড়িতে মোশাররফ ৪৮ ঘণ্টা বন্দী থাকবেন। এ সময় ওই বাড়িটি সাব-জেল হিসেবে ব্যবহূত হবে।
একই সঙ্গে আদালত পারভেজ মোশাররফকে আগামী দুই দিনের মধ্যে সন্ত্রাসবিরোধী আদালতে হাজির করার নির্দেশও দেন। সে দেশে সাবেক কোনো সেনাপ্রধানকে গ্রেপ্তারের পর আদালতের সামনে হাজির করার ঘটনা এটাই প্রথম।
৬৯ বছর বয়সী সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফকে পুলিশ আজ সকালে রাজধানী ইসলামাবাদের নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে। তাঁকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে ২০০৭ সালের মার্চে শীর্ষস্থানীয় বিচারপতিদের গৃহবন্দী করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইসলামাবাদ হাইকোর্ট এ নির্দেশ দেন।
‘ডন’-এর খবরে অবশ্য বলা হয়েছে যে মোশাররফ আত্মসমর্পণ করেছেন।
২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর ৬০ জনের বেশি বিচারককে গৃহবন্দী করার পদক্ষেপের বিরুদ্ধে করা মামলায় জামিনের মেয়াদ বাড়ানোর শুনানির জন্য ওই দিন আদালতে হাজির হন মোশাররফ।
জরুরি অবস্থা জারির পর বেশ কয়েকজন বিচারককে গৃহবন্দী করার পদক্ষেপের বিরুদ্ধে করা মামলার আইনজীবী মোহাম্মদ বিলাল মুঘল সাবেক এই সেনাশাসককে ১৫ দিনের পুলিশি রিমান্ডে নেওয়ার আবেদন জানান। একই সঙ্গে মোশাররফকে কেন হাতকড়া পরানো হয়নি, এটিও জানতে চান। এর বিরোধিতা করেন মোশাররফের আইনজীবী কামার আফজাল।
মক্কেলের জীবনের নিরাপত্তার হুমকি থাকায় তাঁকে বিচারিক হেফাজতে রাখার আবেদন জানান তিনি।
আদালতে শুনানি চলাকালে পুলিশের তরফ থেকে জানানো হয়, মোশাররফকে পুলিশি হেফাজতে নেওয়ার দরকার নেই, বিচারিক হেফাজতে নিলেই চলবে।
শুনানি শেষে আদালত পারভেজ মোশাররফকে সাব-জেলে পাঠানোর নির্দেশ দেন। আগামী দুই দিনের মধ্যে তাঁকে সন্ত্রাসবিরোধী আদালতে হাজির করারও নির্দেশ দেওয়া হয়।
এর আগে টেলিভিশনে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, পুলিশ কর্মকর্তারা মোশাররফকে ইসলামাবাদের আদালতে নিয়ে যচ্ছেন।
আগামী ১১ মে দেশটিতে সাধারণ নির্বাচন হবে। নির্বাচনে নিজের দল অল পাকিস্তান মুসলিম লিগের (এপিএমএল) নেতৃত্ব দিতে মোশাররফ গত মাসে দেশে ফেরেন। এর আগে পাঁচ বছর বিদেশে স্বেচ্ছা-নির্বাসনে ছিলেন তিনি। দেশে ফিরে মোশাররফ চারটি আসনে মনোনয়ন পেতে আবেদন করেন। তাঁর চারটি আবেদনই বাতিল হয়ে যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।