আমাদের কথা খুঁজে নিন

   

~ এগিয়ে আসছে অপরাহ্ণ ! ~

আমি যে কেনো কাঁদি , জন্মাবধি ! বৃষ্টি-দগ্ধ হয়ে ডুবে থাকি কারো তন্দ্রাহত দৃষ্টির গভীরে ... বিষাদ পাখি ডাকলে কেবল আকাশ মাঝে উড়ি , এক বালিকার বেণীর ভাঁজে কাষ্ঠ হয়ে পুড়ি ! সেই বালিকা আমার মনে এমন কেন কষ্ট দিল ? নিঝুম এক কবির খাতা শূন্য করে - কোন সুদূরে উড়িয়ে নিল । কোথায় যাব ? কোন আকাশে ? মাঝে মাঝে একটি নদী ভীষণ ডাকে , একলা যাওয়া যায়না সেথা - এক বালিকা সঙ্গী লাগে । আঁধার রাতে চুপটি করে নদীর পানে হাঁটি দৌড়ে এসে ঝাপটে ধরি শূন্য দেয়ালিটি । পা বাড়ালেই পথ হারিয়ে এক বৃত্তেই বাঁধা জাল ফেললে মাছ ব্যতীত উঠছে শুধু কাদা । সববাগানে কাঠ মালতী , ফুলের মাঝে ফুল রোঁদের মাঝে রোঁদের খেলা উড়ছে তোমার চুল । আর কখনো এমন করে কষ্ট দিবে ? চোখ থেকে সব ঘুম-স্বপ্ন কেড়ে নেবে ? এমন আবার কষ্ট দিলে সব কবিতা হঠাৎ ফেলে ঘাসের মাঝে বুক ঠেকিয়ে , আঁকব শুধু ছবি , পাখির ডানায় লিখে দিব - " শূন্য এখন সবই ! " **  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।