কবি বলেছিলেনঃ আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে .... কবি বেঁচে থাকলে খুউব খুশী হতেন, কারন - সেই দিনতো এসে গেছে ! জনতা চাচ্ছে রাজনীতিকরা এক সাথে বসে " কথা " বলে বর্তমান সংকট থেকে আমাদের উদ্ধার করুক; কিন্তু তারা পরস্পর কথা না বলে বিভিন্ন নামে হরতাল, অবরোধ, পাল্টা হরতাল, পাল্টা অবরোধ, মারা-মারি, কাটা-কাটি, ধাওয়া, পাল্টা ধাওয়া, চত্তর, স্কয়ার, মঞ্চ, জ্বলাও, পোড়াও, ভাংচুর, গুলি, বোমা ইত্যাদি "কাজ" করে বড় এবং আরো হবার প্রতিযোগিতা করছে !!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।