'৭১ আমার অহংকার । রণাঙ্গনের সাথী যোদ্ধাদের তপ্ত তাজা রক্তের দামে কিনেছি মোরা স্বপ্নের স্বাধীন বাংলাদেশকে । স্বাধীনতার এই মরনপন যুদ্ধে যুগ যুগ ধরে ঢালা হয়েছে বুকের শেষ রক্তবিন্দু । যাদের অসীম অবদানে আজ আমরা স্বাধনি আমরা তাদের জানাই আমাদের শ্রদ্ধা ও ছালাম । আমরা তাদের স্মরণ করি আমাদের প্রতিটি কাজে ও চিন্তায়।
স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমাদের কাঙ্খিত স্বপ্নের বাংলাদেশ গড়ে ওঠেনি। অথচ এরই মাঝে আমরা পার করেছি বেশ কয়েক দশক। অহেতুক এই সময় নষ্ট আমাদের বীর শহীদদের আত্নত্যাগকে করা হয়েছে অবমাননা। মানুষ পায়নি তার দীর্ঘ কাঙ্খিত মুক্তি। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে আজো মানুষ সংগ্রামরত।
কোথায় এবং কারা যেন বন্দি করে রেখেছে আমাদের মহান স্বাধীনতাকে। তাইতো আমরা আজ পুনঃ জাগ্রত গ্রাম গঞ্জে শহর নগন বন্দরে। আর একবার জেগে উঠতে চাই । ছিনিয়ে আনতে চাই আমাদের প্রিয় স্বাধীনতাকে, যারা তাকে বন্দি করে রেখেছে আজ কয়েক দশক ধরে । অন্ধকার শেষ হতে চলেছে সহসাই রাত্রি পোহাবে।
প্রহরী দুয়ার খোলো এখনই সূর্য উঠবে। আলো আসবে স্বাধীন বাংলায় উঠোন ভরে। ঐক্যবদ্ধ জাতিই সকল ক্ষমতার উৎস। আর এ লক্ষ্য অর্জনে আজ আমরা সমবেত জাতয়ি নাগরিক পার্টির পতাকা তলে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।