আমাদের কথা খুঁজে নিন

   

বিষাদ-শুন্যতা

sobujarefin@gmail.com রাতের আকাশ থেকে ঝরে পড়ছে অজস্র ফুল সাদা, কালো, নষ্ট পাথরের মতন মলিন... ঘুমহীন আর্দ্রতা আমি দুহাতে ছুঁই পরম আদরে কেননা স্পর্শ করলেই তুমি গলে যাও জ্বলন্ত মোমের মত- চুপিচুপি! সহসা স্বপ্নের ডালপালা বাড়ে তিরতির... অনেক দিন, মানুষের পা পড়েনি সূর্যাস্তের রান্নাঘরে তারপর ও দেখো, কী আশ্চর্য ভ্রমণের দাগ লেগে আছে মেঘের প্রেয়সীদের পায়ে পায়ে। হতাশার পাহাড়ে মৃত্যুর সাইরেন বাজছে তোমরা কী একবারও যাবে না- ঐ শব্দহীন শুণ্য আঁতুরঘরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।