আমাদের কথা খুঁজে নিন

   

▌১৫ আগস্ট কোনো শিশুর জন্ম দিন নেই বলে দাবি করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক

আমি একজন সাধারন মানুষ। >>▌১৫ আগস্ট কোনো শিশুর জন্ম দিন নেই বলে দাবি করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘‘দার্শনিক শেখ মুজিবুর রহমানকে ১৫ আগস্ট জিয়াউর রহমান হত্যা করে ৭১ সালের পরাজয়ের প্রতিশোধ নিয়েছে। এমকি বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যে ৪ নেতা স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন তাদেরও হত্যা করা হয়েছে। তাই পাকিস্তানিদের খুশী করতেই বেগম জিয়া এই দিনে কেক কাটছেন। এবার তিনি কেক কাটলে আমাদের কর্মীরা তার বাড়ির সামনে গিয়ে হাজির হবে এবং বলবে এবার আর তামাশা করতে দেয়া হবে না।

১৫ আগস্ট কোনো শিশুর জন্ম দিন নেই। ’’ সোমবার ক্রীড়া পরিষদ মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত ১৫ আগস্টের শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এবার বেগম খালেদা জিয়ার জন্মদিনের কেক কাটা হলে প্রতিহত করা হবে। ১৫ আগস্টের প্রকৃত নায়ক হচ্ছে জিয়াউর রহমান। এই দিনেই খালেদা জিয়ার রাজনৈতিক জন্ম হয়েছে।

তাই তিনি প্রভুদের খুশী করতে কেক কেটে উল্লাস করছেন। নানক বলেন, “এখন আর লেবেল প্লেইংফিল্ড বলতে কিছু নেই। দেশে এখন গণতান্ত্রিক সরকার রয়েছে। নির্বাচন নিয়েও কোনো ষড়যন্ত্র নেই। এই সরকারের অধীনে পাঁচ হাজার ২২৭টি নির্বাচন হয়েছে।

এর কোনোটিতেই বিএনপি আপত্তি করেনি। বরং যারা তার দল থেকে নির্বাচিত হয়েছে তাদের বেগম জিয়া ফুল দিয়ে সুন্দর করে বরণ করেছেন। ” তিনি বলেন, “পদ্মা সেতু যাতে না হয় সেজন্য বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে। এমনকি ঢাকায় যাতে কোনো ফ্লাইওভার না হয় সেজন্যও তারা ষড়যন্ত্র করেছে। দাতা দেশগুলি যেন পদ্মা সেতুতে কোনো প্রকার সহায়তা না করে তার জন্য খালেদা জিয়া বিদেশে টিম পাঠিয়েছেন।

” এসময়ে তিনি সাদেক হোসেন খোকাকে ‘খোকা বাবু’ উল্লেখ করে কঠোর সমালোচনা করেন। সভায় কেএম শহিদুল্লাহর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন। সূত্রসূত্র..........  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।