জসীমউদ্দীন,বালুখালী,রাঙ্গামাটি।
@
@ @
@ @
@
দেখতে দেখতেই রোজা ১৮+ হয়ে গেল। আর মাত্র বাকী আছে ১২দিন। এর পরেই ঈদ। বিবাহিত ভাইয়েরা যারা এখনো কেনাকাটা করেননি তারা সেরে ফেলেন।
এ সপ্তাহে টানা ৩ দিন ছুটি পাচ্ছেন, এ সময়টা কাজে লাগিয়ে কাজ সারতে পারেন, নইলে কিন্তু বিপদে পড়বেন। শেষ মুহুর্তে মার্কেটে গিয়ে যদি ভাবীরা পছন্দের জিনিস না পায় তাহলে খবর আছে। আপনার ঈদ মোটামুটি মাটি হয়ে যাবে। অতএব এক্ষুনি ভাবীদের এবং শালাশালীদের কেনাকাটা সম্পন্ন করিয়ে দিন। নিজে ৩০+ কিনলেও কোন সমস্যা নাই।
আর অবিবাহিত ভাইদের এখন কেনাকাটা না করলেও চলবে। চাঁন রাইতেও কিনতে পারবেন। তয় গার্লফ্রেন্ড থাকলে কিন্তু এক্ষুনি কাজ সেরে ফেলেন। আর বোনদের বিশেষ কিছু বলব না। কারন তাদের শুরু হলেও শেষ কখন হবে তা কেউ বলতে পারে না।
দেখা যাবে ঈদের দিন সকালেও কেউ কেনাকাটার জন্য বের হয়ে গেছে, পুরো একমাসের অভ্যাস তো! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।