আমাদের কথা খুঁজে নিন

   

Computer Antivirus "BullGuard Internet Security" সম্পর্কে কিছু তথ্য

বলার কিছু নাই "BullGuard Internet Security" ৬০ দিনের ট্রায়াল ভার্সন ব্যবহার করে আপনারা এর সুফল টা বুঝতে পারেন । এটি কম্পিউটারের Windows রান করতে বেশি সময় নেয় না এবং বড় সফটওয়্যার নিয়ে কাজ করার সময় কম্পিউটার কে হ্যাং ও করে না । এর ১ ইউজার প্যাকেজ ৯০০ টাকা (১বছরের জন্য) এবং ৩ ইউজার প্যাকেজ ১৫০০ টাকা পড়বে (১বছরের জন্য) ।এ ছাড়া এর অনেক গুলি ইউনিক ফিচার ও আছে যার কারণে এটি আপনার সহায়ক হতে পারে যেমন এর একটি অপশন এর নাম হল প্যারেনটাল কন্ট্রৌল এর মাধ্যমে আপনি ঠিক করে দিতে পারবেন যে বাসার ছোট যারা আছে তারা কোন কোন সাইটে ভিজিট করতে পারবে আর কোন কোন সাইটে ভিজিট করতে পারবে না। এমন কি তাদের জন্য সময় সেট করে দিতে পারবেন যে তারা কতটুকু সময় পর্যন্ত অনলাইন এ থাকতে পারবে এই নির্দিষ্ট সময় পর অটোমেটিকেল্লি তারা নেট থেকে ডিসকানেকটেড হয়ে যাবে । এবং এই ইন্টার নেট সিকিউরিটি টার কাস্টমার কেয়ার বাংলাদেশে ও আছে আপনি যে কোন সমস্যা ফেচ করলে এখনে কল করে তার সমস্যা সমাধানের উপায় পেয়ে যাবেন। আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।