জলের মেয়ে জলে থাকো, স্থলে আমার বাস । তোমায় ভুলে মন দিয়েছি, তাই ভুলের সাথে বাস । একদিন শ্লথ হয়ে যাবে এই গতি, থেমে যাবে সব পথ চলা । হৃদয়ের কোন স্পন্দনে তখন আর উচ্চারিত হবে না তোমার নাম । হে প্রানের বন্ধু আমার, তখন তুমি এসো । আমাকে আলতো করে, একটু ছুয়ে দিও ; আমার নীরব নিথর দেহে, প্রানের চিহ্ন একে দিও ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।