আমাদের কথা খুঁজে নিন

   

বাল ফেলতে প্রস্তুত তো?

মেনে নিব না, আসে যদি ইসলামের উপর কোন আঘাত। মাঠে নেমেছি, হয় সফলতা নয়ত চাই শাহাদাত। https://www.facebook.com/altamash.bd চার সিটিতেই ভরাডুবি হয়েছে তাদের। বিশাল ভোটের ব্যবধানে হেরেছে তারা। কিন্তু আমি সন্তুষ্ট নই।

এত জঘণ্যতম অপরাধ করার পরেও তারা এতগুলো ভোট পেলে কিভাবে? অবিশ্বাস্য ব্যাপার!!!!!!!!!! না, এত সহজে হাল ছেড়ে দেওয়া যাবে না। তাদের যতদিন ক্ষমতায় থাকার বৈধ মেয়াদ আছে, থাকুক। কিন্তু জনগণের সাথে তাদের সম্পর্কটা এমন অবস্থায় নিয়ে যেতে হবে যেন সারাদেশের মানুষ তাদের শত্রু হয়ে যায়, সারাটা দেশ তাদের জন্য কারাগার হয়ে যায়, গ্রামের মেম্বার থেকে সংসদের এমপি যার বিরোদ্ধে অভিযোগ ওঠবে যে, সে আওয়ামি লিগ তাহলে সে যেন তার জামানতটা পর্যন্ত হারায়। ৬-ই মে বালাকোটে ইংরেজরা হত্যা করেছিল স্বাধীনতাকামী শত শত আলেমকে। তারা এই দেশে টিকতে পারেনি।

সেই ৬-ই মে আবার ক্ষুধার্ত, ক্লান্ত, ঘুমন্ত কিংবা যিকিররত আলেমদের সমাবেশে দেড় লক্ষ গুলি চালিয়েছে বাম-বাল জোট। এই বাম-বাল জোটকেও বাংলাদেশের ভবিষৎ রাজনীতি থেকে মুছে ফেলতে হবে। বালাদেশ আওয়ামী লিগ বা বালকে মুছে ফেলতে প্রস্তুত তো?? ==================================== অন্য নিক থেকে দেওয়া আমার পূর্বের পোস্ট হেফাজতে ইসলাম কি সরকার উৎখাত কিংবা অন্য কোন ষড়যন্ত্রের উদ্দেশ্য নিয়ে ঢাকায় এসেছিল? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।