আমাদের কথা খুঁজে নিন

   

আজ বলবো ফেসবুকে ফেক আইডি চেনার সহজ উপায়

রূপকথা ফেসবুকে ফেক আইডির ছড়াছড়ি কিন্তু কি করে জানবো কোনটা ফেক হ্যা জানা একটু কঠিন কিন্তু অসম্ভব নয়।গুগুল কে কাজে লাগিয়ে জেনে নেব আইডির প্রোফাইল ছবি টা তার না অন্য কারুর।ফেসবুকে ফেক আইডির পাল্লায় মোটামুটি সবাই পরে।এবার কোনটা ফেক আইডি জানার উপাই টা বলি----- প্রথমে যে আইডির প্রোফাইল ছবি টা আপনার সন্দেহ লাগছে সেই ছবিটা আগে আপনার পিসি তে ডাউনলোউ করে নিন তারপর গুগুলের ইমেজ এ যান দেখুন সার্চ বক্স এর ডান পাসে ছবি আপলোড করে সার্চ করার অপশন আছে ঐ খানে সেই ছবি টা আপলোড করে সার্চ দিন।আপনি রেজাল্ট পেয়ে যাবেন।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।