আমাদের কথা খুঁজে নিন

   

মার্কিন-ইসরাইলি ক্লাবে যোগ দিয়েছেন মুরসি: সিরিয়া

আমি নিজের মাঝে খুজে পেতে চাই আমার আমাকে। যেতে চাই বহুদূর। সিরিয়া সরকার বলেছে, “মিশরের প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ মুরসি এখন মার্কিন ও ইহুদিবাদী ইসরাইলের ক্লাবে যোগ দিয়েছেন। সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তিনি প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এ দু’দেশের সঙ্গে হাত মিলিয়েছেন।” গত শনিবার রাজধানী কায়রোয় এক সমাবেশে ভাষণ দেয়ার সময় মুরসি সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করার ঘোষণা দেন এবং সিরিয়ার ভূখণ্ডে একটি নো-ফ্লাই জোন গঠনের জন্য পশ্চিমা বলদর্পী শক্তিগুলোর প্রতি আহ্বান জানান। ওই সমাবেশে মুরসি বলেন, কায়রোয় সিরিয়ার দূতাবাস বন্ধ করে দেয়া হবে এবং দামেস্কে নিযুক্ত মিশরের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ফেরত আনা হবে। মুরসির এ ঘোষণাকে সিরিয়া দায়িত্বজ্ঞানহীন অবস্থান বলে মন্তব্য করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সিরিয়া সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা সানা বলেছে, “সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে মুরসি সিরিয়ার বিরুদ্ধে ইসরাইল এবং আমেরিকার সঙ্গে ষড়যন্ত্রে যোগ দিলেন।” সিরিয়ার ওই কর্মকর্তা আরো বলেছেন, “সিরিয়া আন্তরিকভাবে বিশ্বাস করে মুরসির এ ঘোষণা মিশরের জনগণের কথা নয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।