পৃথিবীর ২০ অলস দেশ আমরা অনেকেই খুব গাল ফুলিয়ে বলতে পছন্দ করি, “আরে বাদ দিন মশাই, বাঙ্গালি জাতি অলস।” কিন্তু সেসব গালভরা বুলিআওরানো লোকদের জবাব দিতেই জানাই, সারা পৃথিবীর ২০টি অলস দেশের তালিকায় কিন্তু আমাদের দেশের কোনো শহরের নাম েনই। বরং যেসব দেশকে নিয়ে অনেকের গর্বের শেষ নেই যমন, ইতালি, বৃটেন, মালয়েশিয়া, কুয়েত, সুইজারল্যান্ড জেনে রাখুন তাদেরই নাম রয়েছে বিশ্বের সব চেয়ে অলস দেশের তালিকায়। তবে লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে, এই তালিকায় দক্ষিণ এশিয়ার একমাত্র অলস দেশ হিসেবে নাম উঠে এসেছে ভুটানের। যদিও তালিকার সবচেয়ে শেষ স্থানটি তার জন্য বরাদ্দ। সুতরাং কর্মঠ দক্ষিণ এশিয়ান হিসেবে আমরা গর্বই করতে পারি। সেইসঙ্গে কদিন আগেতো ল্যানচেট জানিয়েই দিয়েছে, বাংলাদেশ পৃথিবীর সবচাইতে পরিশ্রমী দেশগুলোর মধ্যে একটি। সুতরাং অলস বাঙ্গালি বিশেষনটি ভুল প্রমাণ করার গর্ব আমরা এখন করতেই পারি। সূত্র: বার্তা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।