আমাদের কথা খুঁজে নিন

   

Happy friendship day to All...bloggers

আমাদের এই পৃথিবীতে নানা রকম সম্পর্ক একই সাথে সহঅবস্থান করে । কিছু সম্পর্ক জন্মগত ভাবে হয়, আবার কিছু সম্পর্ক জীবনে চলার পথে গড়ে ওঠে। আর এসব সম্পর্ক ছাড়া মানুষের জীবন অকল্পনীয় এবং দুঃসহনীয় । আর এভাবেই বন্ধুত্ব হয় জীবনে । বন্ধুত্ব শুধুমাত্র সম্পর্ক না, এটা সম্পর্ক তৈরি করবার একটা গুন ।

যে কোন সম্পর্কই বন্ধুর সম্পর্ক হতে পারে যদি সম্পর্কের একটা বিশেষ গুন থাকে । A friend is the one who understands your thoughts and respects them. Why your thoughts? (আপনার চিন্তা-ভাবনা কেন ?) কারন, আপনি যা ভাবেন সেটাই হচ্ছেন আপনি। আপনার কথা, চালচলন এবং আপনার জীবনধারা সব কিছুই আপনার চরিত্রের বহিঃপ্রকাশ। আর এসকল বিষয় নিয়ন্ত্রণ করে আপনার চিন্তা-ভাবনা। এখন কেউ যদি আপনার চিন্তা-ভাবনাগুলকে বুঝতে পারে এবং সম্মান করে তার মানে, he understands and respects what you are ।

যখন আপনি কোন সম্পর্কের মাঝে ঠিক এই গুনটা খুঁজে পাবেন সেটাই হবে বন্ধুত্ব। আর এই গুনটা ছাড়া আমার মতে বন্ধুত্ব হয় না... বন্ধুত্ব কোন বয়স বা মানুষ বুঝে হয় না... হয় মনের টানে, একটা বিশেষ গুনের টানে । Cz...Friendship completely rides on understanding and respect. সত্যি চাই সবসময় থাকিস তোরা পাশে যাসনা ছেড়ে যদি মৃত্যুও আসে কাছে... Nywys....Happy friendship day to All...bloggers --Anas hassan ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।