আজ রাত ১১টার রাতের ঢাকার আকাশ এতই মেঘলা, ভেগা বা অভিজিৎ ছাড়া আর কোন তারা প্রথমে চোখেই পড়েনি। অভিজিৎ হচ্ছে Lyra বা বীণা মন্ডলের তারা। এটা চেনাটা সহজ। কারণ, অভিজিৎ হচ্ছে উত্তর আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা এবং আকাশের চতুর্থ উজ্জ্বলতম তারা। এর নিচে চারটি তারা দিয়ে একটি সামান্তরিক আঁকা যেতে পারে। এই তারাগুলি নিয়ে বীণা মন্ডল গঠিত। আমাদের সূর্য, তার সমস্ত সৌরজগত নিয়ে প্রতি সেকেন্ডে ১২ মাইল বেগে এই বীণা মন্ডলের দিকে ছুটে চলেছে। অভিজিতের নিজের যদি কোন গতি না থাকত, তাহলে প্রায় ৫ লক্ষ বছর পরে সূর্য এবং অভিজিতের সংঘর্ষ হত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।