চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা I am dust particles in sunlight, আমি সূর্যরশ্মিতে ধুলিকণা I am the round sun. আমি আবার সূর্য গোলাকার To the bits of dust I say, Stay. ধুলিকণাকে সুধাই, থাম To the sun, Keep moving. আর সূর্যকে বলি ঘোর। I am morning mist, আমি ভোরের শিশির and the breathing of evening. ঘোর লাগা সন্ধার নিশ্বাস I am wind in the top of a grove, আমি বনবাদারে ধেয়ে চলা বায়ু, and surf on the cliff. পাহাড়ের চূড়ায় মেঘ Mast, rudder, helmsman, and keel, আমি মাস্তুল, রাডার কিংবা মাল্লা I am also the coral reef they founder on. আমি কোড়াল রীফ, I am a tree with a trained parrot in its branches. আমি বৃক্ষ, যার ডালে বসে আছে পোষ মানা টিয়া। Silence, thought, and voice. আমি নিস্তব্দতা, চিন্তা আর যাবতীয় সব স্বর। The musical air coming through a flute, আমি বাশি থেকে ভেসে আসা সংগীত, a spark of stone, a flickering পাথরের ঘসায় জ্বলে উঠা ষ্ফলিংগ, in metal. Both candle, ধাতবের অগ্নি ষ্ফলিংগ। আমি মোমের বাতি and the moth crazy around it. আর আমি তার চারিদিকে ঘিরে থাকা উন্মত্ত পতংগ। Rose, and the nightingale আমি গোলাপ, আর গোলাপের lost in the fragrance. সুবাসে মাতাল নাইটিংগল। I am all orders of being, the circling galaxy, আমি সব নিয়ম কানুন, আমি ঘুর্নায়মান গ্যালাক্সি, the evolutionary intelligence, the lift, ক্রমবিকশমান বুদ্ধিবৃত্তি, আমি উড্ডয়ন, and the falling away. What is, আমি পতন। যা আছে কিংবা and what isn't. You who know যা নেই। তুমি জান কে জালালুদ্দিন, Jelaluddin, You the one তুমি আছ সবকিছুতেই, in all, say who বল আমি কে। I am. Say I বল, আমিই তুমি am You.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।