আমাদের কথা খুঁজে নিন

   

হায় রে টিকেট.........!

অনকে আশা নিয়ে সেহরী খেয়েই রওনা দিলাম গাবতলী অভিমুখে। উদ্দেশ্যে আর কিছু নয়, গ্রামের বাড়ি যাওয়ার জন্য একটা বাসের টিকেট কিনব। পত্র-পত্রিকা ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার কল্যানে আগেই জেনে ছিলাম আগষ্টের তিন তারিখ বাসের অগ্রীম টিকেট ছাড়বে। পূর্ব ভুল থেকে শিক্ষা নিয়ে তাই হুলস্থুর করতে লাগলাম কখন গাবতলী পৌছাব। বলা তো যায় না গতবারের মত এবার ও যদি টিকেট না পাই.......।

এত সকালে বাস কোথায় পাব তাই উপায়ান্তর না দেখে সিএনজি ভাড়া করলাম দ্রুত কাউন্টারে যাব বলে। ধানমন্ডি থেকে গাবতলি যেতে লাগল মাত্র ২৫মিনিট। স্বপ্ন নয় তো ? নাহ্ -গায়ে আচড় কেটে দেখলাম, ঘুমাইনি। জেগেই আছি। কিন্তু কি বিশাল পার্থক্য।

দিনের বেলা এই পথ টুকু পাড়ি দিতেই দেড়-দুই ঘন্টা লাগে বিরক্তিকর যানজটের কারনে। মনে মনে ভাবি, কবে এই অভিশপ্ত যানজট থেকে মুক্তি পাবে আমাদের রাজধানী ঢাকা। আমাদের দৈনন্দিন জীবনে কবে এ রকম গতি ফিরে আসবে। সীমিত সময়ের ব্যবহারে স্বচ্ছন্দে যাতায়াত করতে পারবো আমরা। ঘন্টার পর ঘন্টা পথেই বসে কাটাতে হবেনা আমাদের।

যা হোক, কল্পনার রাজ্যে ঢুকে এত সব সাত পাচ ভেবে আমার এখন কাজ নেই। এখন শুধুই ভাবছি কখন কাউন্টারে পৌছাব আর কখন টিকেট কেটে বিজয়ী বেশে বাসায় ফিরব। যখন গাবতলী পৌছালাম, ভোর ৫টা বাজতে তখন ও ১০মিনিট বাকি। কিন্তু এ কি, চোখ তো আমার ছানাবড়া হওয়ার উপক্রম। নাবিল কাউন্টারের সামনের ফাকা জায়গাটাতে এত লোক কেন ? জিঙ্গেস করতেই একজন ঝটপট উত্তর দিল, তারা আমার মতই অগ্রিম টিকেট কাটতে এসেছে।

মনে মনে ভাবলাম, এরা এখানেই সেহরী খেয়েছে নাকি? অনেক কেই দেখলাম মাটিতে ঢু মারার উপক্রম। তার মানে, ঘুমের ঘোরে টলিয়ে পড়ছে। বেচারাদের দুঃখে দুঃখিত হওয়া ছাড়া আমার আর কিছু করার ছিল না। কারন, আমিও তাদের মতই ভুক্তভোগী। ভাবলাম এসব ভেবে কাজ নেই, লাইনে দাড়াতে হবে।

তাই ঝটপট লাইনে দাড়িয়ে গেলাম। এক'শ জনের পিছনে দাড়িয়ে লাইনের প্রথমজনকে দেখতেই পাচ্ছিলাম না কে সেই ভাগ্যবান। এত লোকের পিছনে দাড়িয়ে যা হবার তাই হল। মানে, কাউন্টারের ছাদের নীচে আমি সহ কিছু হতভাগার জায়গা হল না। আর তাতে বাধ সাধল বৃষ্টি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।