আমাদের কথা খুঁজে নিন

   

।। Happy Friendship Day ।।

♠ ব্লগার ইমন জুবায়ের ♠ মেঘের আড়ালে থাকা একটি নক্ষত্রের নাম ট্রেন থেকে নেমে চশমাটা মুছছে ত্রাতুল। পেছন থেকে একটা শব্দ কানে লাগলো। এই যে, মিষ্টার হেপি ফ্রেন্ডশীপ ডে! ত্রাতুল তো অবাক। চেনা নেই-জানা নেই কে এই মেয়ে ? বিড়বিড় করে বলে উঠে, আমি কি আপনাকে চিনি ? আপনি মনে হয় ভুল করছেন? নিন আগে ঘাসফুলটা ধরুন ? মেয়েটা এগিয়ে দেয়। ত্রাতুল নেয়,তবে সেটা বিস্ময় চোখে।

মেয়েটা বলে আমাকে চিনতে পারছেন না! আমি তনিমা। গত বছর ফ্রেন্ডশীপ ডে-তে এইখানে আপনাকে ঘাসফুল দিয়েছিলাম। ‘তাই নাকি’ পকেট হাতরে ত্রাতুল একটা চকলেট বের করে; তনিমার হতে দিয়ে বলে, হেপি ফ্রেন্ডশীপ ডে! তনিমা শাড়ীর আচঁলটা টেনে বলে আমি সত্যিই অবাক হলাম ত্রাতুল, আপনি আমায় চকলেট দিলেন। এর রহস্যটা বলবেন কি? ত্রাতুল আকাশের দিকে তাকিয়ে বলে, আমি যখন স্কুলে পড়তাম তখ আমার একজন বন্ধু ছিলো, তার নাম ছিলো নিমা। ঠিক আপনার মতো ঘাসফুল দিতো আমায়, যে কোন উৎসব মুখর দিনগুলোতে ওর কাছ থেকে ঘাসফুল পেতাম।

তারপর আমি তাকে চকলেট দিতাম। তাকে দেখিনা অনেকদিন হলো। কেন যেন আমার মনে হলো অনেক দিন বাদে সেই মেয়েটির ছায়া আপনার মাঝে দেখতে পাচ্ছি...... ===================================== বন্ধুরা সবাইকে জানাই বন্ধু দিবসের শুভেচ্ছা...... আমরা সবাই বন্ধু হয়ে থেকে যেতে চাই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।