আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষুধা-১

এসো আবার চড়াই উৎড়ই.......... ফিরতে পারো হঠাৎ নেশায়, আমার বাড়ির আঙ্গিনায়, বিন্দু বিন্দু ঘাম জমেছে তোমার চাষের জমিনটায়, নাঙ্গল দিয়ে চষতে পারো আজন্ম এই উর্বরায়, শিশির ধারা ছড়িয়ে দিও, ফসল পেতে যে নাঁচায়, সপ্ন ছুড়ো লক্ষ্য বুঝে, আমার একক বেলুনটায়। জড়িয়ে চাপি হাঁটুর মাঝে, তোমার কঠিন কোমড়টায়, পেন্ডুলামের দোলায় নাঁচি, আঁচড়ে তুলি বাগান বিলাস, কাঁমড়ে ধরি নষ্ট ঠোঁট, আমার সাথে ভুল করোনা কাঁপতে আমার ছন্দে, টিক দিয়ে দাও এ,বি,সি,ডি তোমার কাম গ্রন্থে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।