আমাদের কথা খুঁজে নিন

   

Thank you ছেড়ে ঐতিহ্যকে আঁকড়ে ধরুন।

আমরা মুসলিম। আমরা বাঙালি আমরা কেন এতদিন ধরে ইংরেজদের ঐতিহ্য আঁকড়ে আছি। আমরা প্রথমত মুসলমান। আমরা আমাদের যেই ইসলামি আদব-কায়দা আছে ,সেগুলো আনুসর করা অতি প্রয়োজন। কেউ যদি আপনার প্রতি কোন অনুগ্রহ বা এহসান করল,তখন আপনার উচিত্‍ তার প্রতিদান দেয়া ।

এমনটাই আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়। এখন প্রতিদানটি অনুগ্রহের চেয়ে উত্তম হওয়া ভাল। যদি তা সম্ভব না হয়। তাহলে তার জন্য কমপক্ষে এই দোয়া করে দেয়া যে ,আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিক। যেটা বলার নিয়ম হচ্ছে 'জাযাকুমুল্লাহু আহসানাল জাযা' যার সংক্ষিপ্তরূপ হচ্ছে জাযাকাল্লাহ।

এর প্রতি উত্তরে বলা যেতে পারে 'ওইয়াকা'। এতে করে করে আমাদের সুন্নাতের উপর আমল হয়ে গেল ,কিছু ছোয়াব অর্জন হল এবং অন্যজাতির নিয়ম নকল করা লাগলনা । আর আল্লাহও খুশি হবেন । পক্ষন্তরে যদি থ্যাংকুউ বা ঠ্যাং`স্ বলি তাহলে এতসব উপকারিতা থেকে বঞ্চিত হব এবং এমন জাতির অনুসরন হবে যারা আমাদের উপর শতবছর নির্যাতন চালিয়েছে । আর যদি আপনি ইসলাম বিদ্বেষি বা র্ধামিক না হয়ে থাকেন ।

তবে অনুরোধ রইল যে . ধন্যবাদ বলুন । তবুও থ্যাংকুউ বা ঠ্যাং`স্ বলা থেকে বিরত থাকুন। আপনাদের সবাইকে জাযাকুমুল্লাহু আহসানাল জাযা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।