আমাদের কথা খুঁজে নিন

   

ডঃ ইউনুস আর আমাদের মনোভাব।

এই দেশে রাজনৈতিক আনুগত্যই সব কিছু। যারা যেই দল করেন তাদের কাছে ওই দলের সমস্ত কিছুই জায়েজ। একটি অন্যায় কাজকেও তারা সমরতন দিয়ে যান অনায়াসে। আজকে ডঃ ইউনুস সাহেবকে নিয়ে যে তুগলকি কাণ্ড চলছে নিদিষ্ট দলের আগা থেকে মাথা পর্যন্ত সবাই এটা সমরথন করে যাবে। এই দলান্ধ লোকেরা একবারও ভেবে দেখবেনা যে এই গরিব দেশে আরও অনেক বেশি ক্ষতিকর ব্যাক্তি বুক ফুলিয়ে হেটে বেড়াচ্ছে ।

ডেস্টিনির এমডি আর চেয়ারম্যান মিলে ৫ হাজার কোটি টাকা খেয়ে ফেলেছে এটা তাদের কাছে কিছুই না কারণ চেয়ারম্যান যে তাদেরই লোক। হাজার হাজার মানুষ নিঃস্ব হয়েছে ত কি হয়েছে। প্রধান মন্ত্রীর একজন উপদেষ্টা আর সোনালী ব্যাংকের কয়েকজন করমকর্তা মিলে ২১০০ কোটি টাকা নিকেশ করে দিয়েছে এটাও কোন ব্যাপার না। হিসাব মতে গরীব মানুষের কোন ক্ষতি হয় নাই। শেয়ার মার্কেট কারসাজিতে লক্ষ মানুষ পথে বসেছে, আত্মহত্যা করেছে কেউ কেউ তাতেও আমাদের গরীব জনতার কোন ক্ষতি হয় নাই।

ইউনিপে টু টিবি, আই এক্সপ্রেস এসবও কোন সমস্যা না। সমস্যা শুধু একটাই- গ্রামীণ ব্যাংক আর ডঃ ইয়ুনুস। সমস্যা এতই প্রকট যে বিদেশে বসেও মিথ্যা বলতে হয় সুদের হার ৩০/৪০ ভাগ বলে। এর কবলে পড়ে মানুষ নাকি গরীব থেকে আর গরীব হয়েছে। হায়রে অভাগা দেশ।

ব্যাক্তিগত প্রতিহিংসার কারণে আমাদের আর কত কিছু দেখতে হবে কে জানে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।