আমাদের কথা খুঁজে নিন

   

নব প্রত্যয় ভূমিকা

http://naboprottoy.blogspot.com www.facebook.com/naboprottoy আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করছে বর্তমান প্রজন্মের উপর। বর্তমান প্রজন্ম বলতে সাধারণত আমরা আমাদের শিশু-কিশোর/যুবকদেরই বুঝে থাকি। এই বর্তমান প্রজন্মই ভবিষ্যৎ জাতির কর্ণধার, দেশ ও জাতির আশা ভরসার কেন্দ্রস্থল। ভবিষ্যতে দেশ ও জাতিকে সুষ্ঠুভাবে পরিচালনার গুরুদায়িত্ব তো বর্তমান প্রজন্মের ওপরই ন্যস্ত হবে।

কবির ভাষায় "ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে"। কিন্তু, উঠতি বয়সের এই সময়টা অত্যন্ত স্পর্শকাতর। সামান্য অসতর্কতা ও সঠিক দিক নির্দেশনার অভাবে তাদের পরবর্তি সময়টা হয়ে উঠতে পারে ধোঁয়াটে অন্ধকারময় এক বিষবৎ জীবন। শুরু হয় লক্ষহীন পথচলা... আর, সমান্য সহানুভূতি, সঠিক দিকনির্দেশনা ও কিঞ্চিৎ সতর্কতার ফলে তাদের জীবনটাও হয়ে উঠতে পারে হয়ে উঠতে পারে সকালের স্নিগ্ধতায় 'নব্য প্রস্ফুটিত' ফুলের ন্যায় স্বচ্ছ সুন্দর জীবন। এই সময়ই সমাজ ও রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে দেশপ্রেম, নিয়মানুবর্তিতা, ধৈর্যশীলতা, উদারতা, সংস্কারবাদী চিন্তা-চেতনা, জনসেবা ইত্যাদি সৎগুণের অধিকারী হতে হয়।

তবেই ভবিষ্যৎ জীবন ফলপ্রসূ ও সার্থক হবে। এরই মহান লক্ষে দেশ, জাতি ও ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে কিছু উদার মনোভাব সম্পন্ন কিশোর-তরুণ কর্তৃক ইতিমধ্যেই দেশের শিশু-কিশোর/যুবকদের সুষ্ঠু চরিত্র গঠন ও তাদের যথাযথ মেধা-মনন বিকাশের লক্ষে 'নব প্রত্যয় ফাউন্ডেশন' নামে একটি প্রতিষ্ঠান পথযাএ্রা শুরু করেছে। আলহামদুলিল্লাহ... মহান ব্রত, উদ্দমী মনোভাব ও কঠোর পরিশ্রমী সম্পন্ন এই প্রতিষ্ঠানের পথযাত্রা নিয়ে আমরা বিরাট আশাবাদী। ◄•••আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য •••► 'নব প্রত্যয় ফাউন্ডেশন' একটি প্রতিষ্ঠান, একটি সংগঠন ও একটি আন্দোলনের নাম। 'সুন্দর আগামীর প্রত্যাশায়' শ্লোগানকে সামনে রেখে 'নব প্রত্যয়' দেশের শিশু-কিশোরদের মেধা-মনন, যথাযথ প্রতিভা বিকাশ এবং সুষ্ঠু চরিত্র গঠনে সহায়ক একটি প্রতিষ্ঠান।

দেশের একজন সুনাগরিক হিসেবে প্রয়োজনীয় লেখা-পড়ার পাশাপাশি বিশেষত শিশু-কিশোর ও যুবকদের সুন্দর, সুষ্ঠু চরিত্র গঠনও একান্ত অপরিহার্য। ত্যাগ, সংযম, ধৈর্য, সাধুতা, উদারতা, কর্তব্যপরায়ণতা, সত্যবাদিতা ইত্যাদি সদ্‌গুণের অধিকারী হওয়ার জন্য কোমল বয়সেই কঠোর পরিশ্রম করতে হবে, নতুবা ভবিষ্যতে মনুষ্যত্বের যথার্থ বিকাশ সম্ভবপর নয়। আর তাই একদল নৈতিকতা সম্পন্ন আদর্শ নাগরিক তৈরিতে স্বার্থহীনভাবে 'নব প্রত্যয়' সফলতার সাথে কাজ করে যাচ্ছে। 'নব প্রত্যয়' দেশের প্রতিটি শিশু-কিশোর ও যুবকদের সুষ্ঠু চরিত্র গঠন, তাঁদের যথাযথ মেধা-মনন বিকাশসহ ত্যাগ, সাধুতা, উদারতা, সত্যবাদিতা, প্রভৃতি সৎগুণের অধিকারীরূপে গড়ে তোলাই 'নব প্রত্যয়' ফাউন্ডেশনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।