একদিন নাকি ভূমিকম্পে ধ্বংস হবে এ নগর; কীর্ত্তনখোলা’র গ্রাস হবে বরিশাল; সুরমা নদী সিলেটকে ভাসিয়ে নেবে; চাটগাঁ ডুববে কর্ণফুলী’র জলে। তবু, তুমি-আমি, আমরা দু’জনে, খুঁটি গেড়ে রবো অপরাজেয় বাংলার পাদদেশে। ভৈরব-কপোতাক্ষের বুকে জন্মে কচুরিপানা; হার্ডিঞ্জ ব্রিজের তলে পিকনিকে যায় লোকে। পাহাড় ধসে, সাগর এগোয়, জঙ্গল হয় উজাড়; ততোধিক বেঁধে হৃদয়ে সবার— বিশ্বাস নিয়ে মর্মন্তুদ খেলা; নিশীথিনী-নিনাদে শুনি— যেন জুডাসে’র চিতকার! নৈঋত থেকে মৌসুমি তবু আসে, বৈতরণী’র বিভীষিকা পার হয়ে; ঠিক তেমনি ঈমানে, দেখো, আমরাও মিশে রবো, পঁচে যাওয়া সব পাতার আস্তরণে— বিষমবাহু ত্রিভুজের মত দেশে। স্বদেশ নরক, তবু স্বদেশেই আছি বেশ; জীবনের সব লজ্জা’কে ভালোবেসে। ২৮/০৭/১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।