আমাদের কথা খুঁজে নিন

   

ইংরেজী জানা বাঙালী আঁতেল

একজন ইংরেজীভাষী বিদেশীর সাথে, আপনি কোনরকম বিব্রত না হয়ে, অনর্গল ইংরেজীতে কথা চালিয়ে যেতে পারবেন!কিন্তু বিপদ বাধবে তখন,যখন আপনি কোন ইংরেজী জানা আঁতেলমার্কা বাংলাভাষীর সাথে ইংরেজীতে কথা বলতে যাবেন!আপনি প্রবল আস্বস্তি নিয়ে লক্ষ্য করবেন যে, তিনি আপনার ভুল ধরার জন্য উদগ্রীব এবং সামান্যতম এদিক ওদিক হলেই বিদ্রুপাত্বক হাসি বা ভ্রুকুটি করে এমনসব মন্তব্য করে বসবেন যে,মনে হবে আপনি ইংরেজী সাহিত্যে তার কাছে পি.এইচ.ডি পরীক্ষা দিচ্ছেন!অতএব বঙ্গসন্তানগণ ভুলেও দেশী লোকের সাথে এই বিদেশী ভাষাটির চর্চা না করে,বাংলায়ই বাতচিত করুন!এই আঁতেলরা ভুলে যায় যে,ভাষা হলো ভাব প্রকাশের একটি মাধ্যম!যেভাবেই হোক বোঝাতে ও বুঝতে পারলেই হলো!ভাষার চর্চা,সাহিত্য,গবেষণা অন্য জিনিষ!কথা বলার জন্য এগুলোর দরকার হয় না! সু-বচন

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।