আমাদের কথা খুঁজে নিন

   

এই শুভ্র! এই!!

রক্ষা কর, আল্লাহ্‌ !!! শুভ্র!! এই শুভ্র!! একবার তাকাও না আমার দিকে! একটিবার আমার চোখে চোখ রাখো!! সেই চোখে- যে চোখে ছিল তোমার নীরব আত্মাহুতি আর পুনর্জন্ম প্রতিনিয়ত! তাকাও শুভ্র!! যে চোখের মায়াকুঠুরিতে ছিল তোমার স্বেচ্ছা-নির্বাসন- যে চোখের পুন্যাশ্রুজলে তোমার পাপ ধুয়ে দিতাম আমি পরম ভালবাসায়- সে চোখের কাজলে আজ আমি আমার দুঃখ লুকিয়ে রাখি! ছুঁয়ে দেখবে একবার?? তোমার জন্য এলোখোঁপা বেঁধে বসে থাকি এখনো পুকুর পাড়ে। তুমি এসে আলতো করে খুলে দেবে চুল- নাক ডুবিয়ে গন্ধ নেবে! তুমি আসো না। একবারও আসনা! তবু গোধূলির লালিমা গালে মেখে আমি বসে থাকি ঠায়। কোন একদিন ঠিক ফিরে আসবে, এই আশায়! আমি চোখ বুজলেই আমার চারপাশে তোমার অস্তিত্ব টের পাই। তোমার স্পর্শ- তোমার স্মৃতিরা আমাকে ছেড়ে কোথাও যায়না! কি জানি, হয়তো যেতে চেয়েও পারেনা!! ওরা এখন আমারি অংশ হয়ে গেছে- অবিচ্ছেদ্য!! কিন্তু চোখ খুললেই তারা হারিয়ে যায়! কোথাও পাইনা খুঁজে! খুব অসহায় লাগে! একা লাগে শুধু তখনই!! এমন কেন হয়, শুভ্র?? তোমার মত, তোমার স্মৃতিরাও স্বার্থপর বুঝি!! আমি এখন চোখ বুজেই থাকি- সময়ে-অসময়ে।

তোমাকে অনুভব করার চে আবশ্যিক কিছু কি আছে এ জগতে?? ----------------------------------------------------------------- শুভ্র যাহাদের অপরিচিত তাহারা Click This Link এই লেখাখানাও পড়িয়া দেখিতে পারেন। অনেকদিন আগে নাহোল কে বলেছিলাম- আমাকে লেখা শেখাও! এত সুন্দর কি করে লিখো! ও বলেছিল- পড়ো। আরও বেশি পড়ো। আমি পড়লাম আর পড়লাম। যতটা পড়া দরকার ততটা পড়িনি অবশ্য ।

তবু গত কয়েকদিনের মাঝে যখন দু'বার কাগজ কলম নিয়ে লিখতে বসলাম, তখন মনে হল, আমি বোধয় লেখা শিখতে শুরু করেছি। ক্লাস ওয়ান থেকে টু তে গেলে যে মজাটা, সেটা ফীল হচ্ছে। সবার কাছে ছাইপাশ মনে হতে পারে এখনো, তবুও আমি আমার ইম্প্রুভমেণ্টে আপাতত সন্তুষ্ট! পোস্টটা নাহোল এর জন্য। ব্লগে আমার প্রথম পোস্টে প্রথম কমেন্ট করেছিল ও। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।