আমাদের কথা খুঁজে নিন

   

Coca-Colaকে গদাম দিয়ে তাড়িয়ে দিচ্ছে বলিভিয়া, আর আমরা ভারতীয় SAHARAকে জায়গা দিচ্ছি!

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ নিজ দেশের কোমলপানীয়কে প্রতিষ্ঠা করতে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার সরকার বিশ্ববিখ্যাত কোকাকোলাকে সে দেশ হতে তাড়িয়ে দিচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রী ডেভিড চকোয়েহুয়ানকা বলেন মায়ান ক্যালেন্ডারের শেষ চক্রে তথা আগামী ২১শে ডিসেম্বর হবে এই দেশে পুজিবাদী কোকাকোলার শেষ দিন। ২২শে ডিসেম্বর স্থানীয় বিভিন্ন কমিউনিটির নিজস্ব জীবন ধারার সংস্কৃতি শুরু হবে। এর মূল অনুষ্ঠান হবে সান ইসলে, লেক অভ টিটিকাকাতে। স্থানীয় কোমলপানীয় মকোচিনচের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে সেইদিন ২২শে ডিসেম্বর।

Click This Link দক্ষিণ আমেরিকার বলিভিয়ার দেশপ্রেম দেখে সত্যিই ইর্ষা হয়। নিজস্ব জ্বালানি, বিদ্যুৎ সহ বিভিন্ন ব্যাবসা বাণিজ্যে দেশের ন্যায্য স্বার্থের বিষয়ে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ সেই দেশের জনগণ তো বটেই এমনকি প্রেসিডেন্ট ইভো মোরালেসও একজন স্বাধীন ও সার্বভৌমচেতা একজন ভাল শাসক। ২০০৪ সালে জনগণের আপত্তি উপেক্ষা করে বিদেশে গ্যাস রপ্তানি করতে চেয়েছির তৎকালীণ প্রেসিডেন্ট গঞ্জালো সাঞ্চেজ ডি লোজাজা। পর জনগণ ক্ষেপে গিয়ে গণঅভ্যুত্থান ঘটিয়ে ছাড়ে। দেশ ছেড়ে পালায় লোজাজা।

আর আমাদের বাংলাদেশ দেশ ও জনগণ দূরে থাকুক নিজ দেশের সংসদকে না জানিয়ে অসম ও ক্ষতিকারক শর্তে মার্কিন, রুশ ও চীনা কোম্পানীর সাথে গ্যাস উত্তোলন চুক্তি করেছে বর্তমান হাসিনার সরকার। আমাদের নিজস্ব আভ্যন্তরীন টেলি, ফার্মাসিউটিক্যাল ইত্যাদি শক্তিশালী হওয়া সত্ত্বেও তথাকথিত ট্রানজিটের বিনিময়ে ভারতকে এই খাতে বিনিয়োগের সুযোগ দিতে চায়। আমাদের স্কয়ার, এসিআই, ইনসেপ্টা এরা অনেক অর্থশালী এবং প্রচুর জ্ঞান ও প্রযুক্তি-গবেষণাও করে। দেশের অভ্যন্তরে অনেকেই ল্যান্ড লাইন ফোন খাতেও বিনিয়োগ ও সফল ব্যাবসা করার ক্ষমতা রাখে। শুধু তাই নয় আবাসন খাতে কনকর্ড, বসুন্ধরা, যমুনা সহ বেশ কয়েকটি কোম্পানীর নিজস্ব কয়েক বিলিয়ন মার্কিন ডলারের নগৎ অর্থ আছে তা সত্ত্বেও কোন কারণে ভারতীয় সাহারা গ্রুপকে নিয়ে আসা হচ্ছে? নিজ দেশের শক্তিশালী ও সফল ব্যাবসায়ী ও শিল্পকে বাদ দিয়ে কেন আভ্যন্তরীন খাতে ভারতীয়দের নিয়ে আসা হচ্ছে? আমাদের রপ্তানীর চেয়ে আমাদানী ব্যায় বেশী।

রক্ত পানি করে উপার্জিত কষ্টের ডলার কেন অহেতুক বিদেশীরা নিয়ে যাবে? আদৌ কি বলিভিয়া হতে আমরা শিক্ষা নিব? এমন এক বীর শাসক পেয়ে ধণ্য বলিভিয়ান জাতি সত্যিই ভাগ্যবান! সবশেষে বলিভিয়ার সিংহ পুরুষ ইভো মোরালেসকে স্যালুট!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।