আমাদের কথা খুঁজে নিন

   

বহুরুপী(POLYMORPHIC)

পক্ষী আমার উড়াল পক্ষীবুঝলি না মোর ভাষা; দুই নয়ন মেলিয়া দেখলিভবের রং তামাশা কি খাস? গু, খাবি? না, আমি আবার strawberry flavour ছাড়া খাইনা। এই নে,20 টাকা,stawberry flavour আলা কনডম কিন্না ঐহানে গু ভইরা খা। আমি আগ্র্রহভরে ওদের কথা শুনছি, কনডম এর মধ্যে সলিড গু ভরা সম্ভব নাকি সেইটা চিন্তার বিষয়। অবস্য(বানান ভুল) পাতলা পায়খানা ভরা সম্ভব,জটিল চিন্তা. বড় ই জটিল চিন্তা । আমি ক্লাস এর দিকে রওনা দিলাম ।

"IS( INFORMATION SYSTEM) is a part of value adding activities for acquiring , trsansforming & distributing information........" হাম কো হামি সে চুরালো.... sir এর cell phone বেজে উঠলো, তিনি নিজস্ব information system নিয়ে বাস্ত(ভুল বানান, ঠিক করতে পারছি না)) হয়ে পড়লেন. এই, শাহরিয়ার কি? আগে কি পরাইসে? আগে আস নাই কেন? বয়া থাক? দূর, বল না? প্রথমে পরাইসে বাল ছাল এরপর পরাইসে বাল কেন ছাল. এই বলে আমি খাতা টা ওর দিকে বাড়িয়ে দিলাম . খুব একটা ভুল বলি নাই. প্রথমে পরাইসে IS কি. তারপর পরাইসে IS কেন জরুরি.এইসব হাবিজাবি. ও চুপ করে আমার খাতা দেখে লিখে নিল. "aei জানো তারপর কি হইসে ...ও আমাকে westin এ নিয়া গেসিলো, i was sooooo surprised." আমি পিছনে ঘুরে বসলাম. "i had no clue যে ও এইরকম কিসু একটা করবে ... he also ordered my favorite dish." "কি? মুরগির গিলা কলিজা ?" আমিও পাচালে(ভুল বানান) অংশ নিলাম . "কি যে বল না ?..he ordered sushi for me ..i felt like i was in a heaven..he also sang a song for me. ঐযে WEST LIFE এর " HAVE U EVER LOVED SOMEBODY"....."পাচাল(আবার ভুল ) চলতে থাকে , থামার নাম গন্ধ নাই। অলিম্পিক এ অনর্গল কথা বলার ইভেন্ট থাকলে এই মেয়ে শুধু সোনা ই জিতত না, অন্য প্রতিযোগীরা ওকে রুপা আর bronze ও দিয়ে যেত আর বলত," আফা competition শেষ, এবার থামেন . দর্শক রা বহু আগেই বিদায় নিসে এহন বিচারক রাও চইলা যাবে....." জারিন গুতা দিল. " এইটা কি লিকসো, বুঝি না তো " আমি কয়েক বার দেখে বললাম " আমি নিজেও বুজতাসি না" ও হেসে দিল. " চোট লাগে দিলে " টাইপ হাসি. ক্লাস কিছুক্ষণ পরেই শেষ হলো . "তোমার অনেক ফেলে আসা, ধুসর ধুলো জমা সময়ে..." cellphone বেজে উঠলো. "hello , শাহরিয়ার, recreation হল এ চইলা আয় " "আচ্ছা" গেলাম. সারি সারি সাদা বোর্ড সাজানো হচ্হে. এগুলোতে NSUPC ( NORTH SOUTH UNIVERSITY PHOTOGRAPHY CLUB) এর মেম্বার দের ফটো নিয়ে exhibition হবে, আমি তাদের কাজ কারবার দেকছি, বিশাল ছেরাবেরা অবস্তা, বোর্ড গুলা কিভাবে set up করবে ত়া নিয়ে কাচাল লাগসে. জোরে জোরে গান বাজছে.."নেশা তো যাইল না, ও ভাই আমার ....." এই , সারাহ , তুই এখন যাবি? হা . আমারে ধানমন্ডি তে একটু নামায় দিস . ok . গাড়িতে উঠলাম, ac এর শীতল হাওয়া নিস্তব্ধতার ইঙ্গিত দিচ্ছে , বাইরে তাকিয়ে দেখি ছেড়া গেঞ্জি পরা জীর্ণ কিছু শিশু কাগজের বল দিয়ে মহানন্দে কিছু একটা খেলছে। খেলাটির ভদ্রস্ত নাম ফুটবল, তবে ওরা কেতাবি ভদ্রস্তের ধার ধারে না । পাশে দুইজন বৃদ্ধ উদাস মনে বিড়ি টেনে ওদের খেলা দেকছে। আমার ভুল হতে পারে।

ঐটা বিড়ি না হয়ে সিগারেট ও হতে পারে। দূর থেকে বোঝা যাচ্ছে না। RELATIVITY THEORY অনুযায়ে সময় ধীরে কাটছে । আমার নিজস্ব পৃথিবীতে প্রবেশের দ্বার খুলে যাচ্ছে। পিছে থেকে সারাহ এর গলার আওয়াজ পাচ্ছি।

ওরা কি নিয়ে যেন আলাপ করছে। কিছু ই আমার কানে যাচ্ছে না । গাড়ি চলছে, ক্রমশ আকাশে আধার ঘনিয়ে আসছে ......... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।