আমাদের কথা খুঁজে নিন

   

আজ থেকে গ্রামীনের বাঁশ

ভাল মনের বন্ধু চাই। আমার মত যারা মফস্বলে নেট ব্যবহার করে,তাদের গ্রামীনই একমাত্র ভরসা। ০১-০৮-১২ থেকে গ্রামীনের নতুন নিয়ম চালু হয়েছে। P2 ৯৭৮ ও P3 ২৮৭ টাকা একবারে কেটে রেখে নেট চালু হবে। আগে P2তে ৩২.৬০ ও P3 তে ৯.৫৬ টাকা প্রতিদিন কেটে নিত।

আর এখন একবারে কেটে নিবে। আমি প্রতিদিন P2 তে ১.৭৫ জিবি ও P3 তে ০.৯৫ জিবি ডাউনলোড করতাম। এখন কিযেহবে। মাথায় হাত। উল্লেখ্য এইযে গ্রামীনের ১ মাসে ৫ জিবির উপর ডাউনলোড করা যায়না।

ডাউনলোড স্পীড মন্দ নয়(আমার এলাকায়) ৩২-৪০। কিযে করি। বিকল্প কি ব্যবহার করতে পারি। মোবাইল সীম অন্য কিছু যেমন বাংলা লায়ন,কিউবি ইত্যাদি নেই আমার এলাকায়। পরামর্শ দিয়ে চান্দি গরমটা ঠান্ডা কনেন।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।