আমাদের কথা খুঁজে নিন

   

আলো খোঁজার এই আকুতি শুনবে কি কেউ?

নিস্তব্দ রজনী জানান দিয়ে যায় আমায়, গোধূলি পেরোলো তো মাত্র! সামনে ভয়ঙ্কর বিষাদের অন্ধকার, কূলহীন, ঢেউহীন। কণ্টকাকীর্ণ গুল্মলতা আর বিষধর সব জন্তু, জনশূন্য বিভীষিকাময়, ছিটেফোটা আলোও নেই! পূর্ণিমার দেখা পাওয়া সাক্ষাৎ ঈশ্বর! নিকশ কালো বন্ধুর এ পথ পাড়ি দেয়ার সাধ্যি আছে কার? তারাদের রাজ্যেও মনে হয় আজ ধর্মঘট। গুমোট কালো আকাশটা গোমড়া মুখো। কিন্তু আমার যে আজকের পথটা মাড়াতেই হবে, পৌঁছতে হবে মঞ্জিলে। ঐ যে, দূরে… আসছে হয়তো কোন মুসাফির, হাতে তার মশাল। আমায় হয়তো সে দয়া করবে, পথ এগুতে হবে দিশারী….. হতাশার ভয়ঙ্কর ঘোর অমানিশায় তা একবিন্দু আশার আলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।