আজকের দৈনিক আমার দেশ পত্রিকায় মাহমুদুর রহমান-এর "মন্তব্য প্রতিবেদন : প্রধানমন্ত্রীর লন্ডন বার্তা" শীর্ষক কলামে চমকপ্রদ একটি তথ্য পেলাম- যা বাংলাদেশের মিডিয়া সেন্সর করেছে। আমাদের টিভি চ্যানেলগুলো এই মজার ভিডিওটি কেন দেখায়নি তা রহস্যজনক। উক্ত তথ্যটি এখানে উদ্ধৃত করলাম। ..........."লন্ডনে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গানের মধ্য দিয়ে একটি বিশেষ প্রশ্নের জবাব দিয়েছেন। খানিকটা আদিরসাত্মক গানটি হলো, কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে শ্যামে পাইলো ভ্রমরা, ময়ূর বেশেতে সাজন রাধিকা। প্রধানমন্ত্রী যখন গানটি গাওয়া শুরু করেন তখন তার সঙ্গে আওয়ামী লীগ নেতারাও নাকি কণ্ঠ মিলিয়েছেন। রাধা-কৃষ্ণের উদ্দাম ও অবৈধ প্রেম সম্পর্কিত গান একজন প্রধানমন্ত্রী প্রকাশ্যে গাইতে পারেন কি না, সেই প্রশ্ন শেখ হাসিনার ক্ষেত্রে তুলে লাভ নেই। তার রুচিবোধ যে ভিন্ন প্রকৃতির, সে প্রমাণ তিনি সংসদে বহুবার রেখেছেন। একমাত্র আমার দেশ ব্যতীত বাংলাদেশের মিডিয়া প্রধানমন্ত্রীর গান গাওয়ার সংবাদটি সেলফ সেন্সর করেছে।........." সূত্র: Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।