আমাদের কথা খুঁজে নিন

   

।। সময় এখনও ঘোরে ।।

বাঙলা কবিতা বক্রতাবিলাসী সেও, অথচ তা অনিবার্য দেহ; অতএব কেচেকুচে ধুয়েমুছে টান টান করি। এদেহে তো ছাল শুধু! ক্ষার ক্ষার, ত্বকে নেই স্নেহ, ছাই ছাই বিভা তার, ধুলোবালি; মাটির শরীর তোমার প্রতিভা পেতে ঘঁষামাজা চায় তড়িঘড়ি, যে-দেবী প্রসন্ন হলে ঘুঁচে যায় সমস্ত অস্থির তার জন্য পূণ্যস্নান, এ-প্রসাদ, এই পুজোগান, আয়োজনে লিপ্ত আজও কল্পবনে, অদৃশ্য মন্দিরে; তুমি সেই কাঙ্খিতা, গুপ্ত নটিনী, তুমি স্বর্গোদ্যান, ঝিলিমিলি স্রোতস্বিনী স্বপ্নময়, মরুভূমি চিরে; যদি ওই চোখের নিশান থেকে আশ্বাস ওড়ে__ এখনও ফসিলে জাগে প্রত্যাশিত কামের কঙ্কাল; যত রূপকল্প আঁকি, যন্ত্রণাই শুধু ডিজিটাল, সময় এখনও ঘোরে বৃত্তাকার চাকতির ভেতরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।