বিব্রত ''আমি একজন গভীরভাবে ধর্ম নিষ্ঠ অবশ্বাসী । এটিকে বলা যেতে পারে নতুন এক ধর্ম ।'' (-আ্ইনসটাইন, ৩০-০৩-১৯৫৪, জনৈক হান্সকে দেয়া চিঠি ) ''আমিতো এমন ঈশ্বরের কথা ভাবতেই পারি না যে তার সৃষ্টিকে শাস্তি দেয়। ...ঈশ্বর মানব চরিত্রেরই প্রতিফলন। আর মরার পর মানুষ কিভাবে বেঁচে উঠে তাও কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। যদিও ভয় পেয়ে বা ইগোর কারনে দুর্বল চিত্তের মানুষ তাও বিশ্বাস করে।'' (-আইনস্টাইন, নিউ ইয়র্ক টাইমস, ১৯-৪-১৯৫৫) ''মানুষের নৈতিকতার জন্য ধর্ম এর দরকার নেই। দরকার মানবিকতা, সহমর্মিতা, শিক্ষা, আর সামাজিকতার। মানুষ যদি পরকালের ভয়ে নৈতিক হয় তবে তাতে মহ্ত্ব কোথায় ?''(-আইনস্টাইন, নিউ ইয়র্ক টাইমস, প্রবন্ধ ঃ ধর্ম ও বিজ্ঞান ) '' আমি সেই ঈশ্বরে বিশ্বাস রাখতে পারি না, যিনি মানুষের কাজের ফলাফল নিয়েই পেরেশান থাকেন। '' (-আইনস্টাইন, ইহুদি রাবাই হারবার্ট গোল্ডস্টেইনের চিঠির জবাবে ) উনাকে ধর্মে বিশ্বাসী হিসেবেই জানিতাম, এইগুলা পরিয়া মাথা নষ্ট হইবার যোগাড় বড়ই বিব্রত হইলাম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।